আসানসোল, 13 ফেব্রুয়ারি: মেলায় দুর্ঘটনা ৷ মৃত্যু কূপ খেলা থেকে ছিটকে যায় বাইক ৷ তার জেরে আহত হলেন মহিলা, শিশু-সহ নয় ৷ ঘটনাটি ঘটেছে সালানপুরে ৷ জানা গিয়েছে, রবিবার ছুটির রাতে মেলা বেশ জমজমাট হয়ে উঠেছিল সালানপুরের মুক্তাইচণ্ডী মন্দির চত্বরে । সেখানে বসেছে মৃত্যু কূপ বা মৌত-কুঁয়া স্টান্ট গেম । গোলাকৃতি কুয়োর দেওয়ালে ঘোরে মোটর সাইকেল থেকে গাড়ি । উপর থেকে তা দেখে দর্শকরা । সেইভাবেই প্রচণ্ড গতিতে একটি বাইক চালাতে চালাতে চালক পড়ে যায় কুয়োর ভিতর । মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে চলে আসে দর্শকদের মাঝে । এই ঘটনায় 9 জন আহত হয়েছে । তার মধ্যে দুই শিশু এক মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে (Nine injured as bike falls from Wall of Death Stunt Show at fair) ।
প্রতিবছরই সালানপুরের মুক্তাই চণ্ডী মন্দিরে এই বার্ষিক মেলার আয়োজন করা হয় । এই মেলায় আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমায় । রবিবার রাতে সেই ভিড় আরও বেড়েছিল । মেলাতে নাগরদোলা, এমনি দোকানপাট ছাড়াও একটি মৃত্যু কূপ বসেছে । প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গতকাল এই খেলা দেখতে প্রচুর মানুষ উপরে উঠেছিলেন । তারা উপর থেকে দর্শকাসনে দাঁড়িয়ে আনন্দ নিচ্ছিলেন স্টান্ট গেমের ।