পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Technology Voting Machine: নয়া ভোটিং মেশিন বানিয়ে চমক আসানসোলের পাঁচ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

ভুয়ো ভোটার ও ভোট লুঠ আটকাতে নতুন ভোটিং মেশিন আবিষ্কার করে তাক লাগাল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ পড়ুয়া (New Technology Voting Machine Made by Asansol Engineering College Student)৷

ETV Bharat
উন্নত ভোটিং মেশিন হাতে পাঁচ পড়ুয়া

By

Published : Feb 27, 2023, 6:19 PM IST

নয়া ভোটিং মেশিন নিয়ে উদ্ভাবক ছাত্রদের প্রতিক্রিয়া

আসানসোল, 27 ফেব্রুয়ারি: আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নয়া ভোটিং মেশিন বানিয়ে চমকে দিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ পড়ুয়া (Asansol Engineering College)। এই ভোটার মেশিনে আধার লিংক করা থাকবে। যার ফলে সহজেই সঠিক মানুষ ভোট দিতে এসেছেন কি না তা যেমন বোঝা যাবে তেমনই একজন মানুষ একাধিক ভোটও দিতে পারবেন না। একবারের বেশি ভোট দিতে গেলেই মেশিনটি কাজ করবে না ৷ অ্যালার্ম বেজে উঠবে ৷

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের পাঁচজন ছাত্র তথা অভিষেক বার্নওয়াল, অনিকেত কুমার সিং, অনুপ গড়াই, অর্ঘ্য সাধু এবং জয়জিৎ মুখোপাধ্যায় পরীক্ষালব্ধভাবে এই মডেলটি বানিয়েছেন। আগামিদিনে এই মডেলটিকে পেটেন্টের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন তাঁরা ৷ সম্প্রতি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও ইলেকট্রনিকস মডেল প্রতিযোগিতা । আর সেখানেই নতুন আধুনিক ভোটার মেশিন বানিয়ে দিয়ে চমকে দিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের এই পাঁচ ছাত্র।

মডেলটি আসলে কী ?

অ্যাডভান্স সিকিওর এই মেশিন আসলে একটি উন্নত কারিগরি বিদ্যায় তৈরি ভোটিং মেশিন (New Voting Machine Discovered)। এতে আধার কার্ড লিংক করা থাকবে। অর্থাৎ, আধার কার্ডে থাকা ফিঙ্গারপ্রিন্ট কিংবা চোখের রেটিনার ডিটেকশন-সহ বিভিন্নভাবে ব্যক্তিকে চেনার উপায় থাকছে এই মেশিনে। আধার নম্বরের সঙ্গে সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট কিংবা চোখের রেটিনা মিললে তবেই মানুষটি ভোট দেওয়ার জন্য যোগ্য হবেন । অর্থাৎ, সঠিক ব্যক্তিই এখানে ভোট দিতে পারবেন । শুধু তাই নয় একবার ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা ডিটেকশন হয়ে গেলে ভোটিং মেশিন রেডি হয়ে যাবে ভোট দেওয়ার জন্য । ভোট দেওয়ার পর পুনরায় যদি ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দিতে যান তাহলে মেশিন জানিয়ে দেবে তাঁর ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছে । অর্থাৎ, এক্ষেত্রে একই ব্যক্তি বারবার ভোট দিতে পারবেন না । ইতিমধ্যেই ভারতে 60 কোটি মানুষের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে গিয়েছে । আগামী দিনে তা সম্পূর্ণ হয়ে যাবে । ভোটার কার্ডের বারকোড শনাক্তকরণের উপায় করে দেওয়া যাবে এই মেশিনে। পাশাপাশি অ্যাপস লিংক করা যাবে। অ্যাপসে ভোটার কার্ডের তথ্য থাকবে ভোটারদের। তা থেকে সহজেই মেশিনের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে। অর্থাৎ, সবরকমভাবে ভুয়ো ভোটার বা ভোট লুঠ আটকানো যাবে এই মেশিনের মাধ্য়মে ।

মেশিন তৈরির খরচ কেমন ?

উদ্ভাবক ছাত্রদের কথায়, "মাত্র 4 থেকে 5 হাজার টাকা খরচ করে আমরা এই মেশিনটি বানিয়েছি । আরও অ্যাডভান্স টেকনোলজি এই মেশিনে ইনপুট করলে খরচ বাড়তে পারে সর্বাধিক 8 হাজার টাকা ৷ যা ইভিএম বা অন্যান্য ভোটার মেশিনের তুলনায় অনেক কম ।" আগামিদিনে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে এই মডেলটিকে পেটেন্টের জন্য পাঠানোর পাশাপাশি রাজ্যের ও দেশের অনান্য মডেল প্রদর্শনীতেও এই আধুনিক ভোটার মেশিনটিকে পাঠানো হবে বলে কলেজ সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন :বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্টেনা আবিষ্কার করে তাক লাগালেন বাঁকুড়ার বিজ্ঞানী

ABOUT THE AUTHOR

...view details