পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট - অক্সিজেন প্ল্যান্ট

জরুরি পরিষেবা হওয়ায় 7 থেকে 14 দিনের মধ্যে এই কাজ তাদের সম্পন্ন করতে হবে ৷ ইতিমধ্যেই জায়গা পরিদর্শনের কাজ হয়ে গিয়েছে ৷ মূলত অক্সিজেন প্ল্যান্টের নির্মাণের দায়িত্বে তাঁরা থাকবেন ৷

দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট
দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

By

Published : May 7, 2021, 9:28 AM IST

দুর্গাপুর, 7মে : অতিমারির পরিস্থিতিতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের যোগান ৷ দেশ জুড়ে খবর মিলছে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীর ৷ তবে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে মিটতে চলেছে অক্সিজেনের সমস্যা । অন্তত এমনই দাবি মহকুমা হাসপাতাল সুপার ধীমান মণ্ডলের । রাজ্য সরকারের নির্দেশিকায় এবার অক্সিজেন প্ল্যান্ট বসতে চলেছে মহকুমা হাসপাতালে । রাজ্যে তৈরি হচ্ছে মোট 22 টি অক্সিজেন প্ল্যান্ট ৷

এদিন হাসপাতাল সুপার জানিয়েছেন, জরুরি পরিষেবা হওয়ায় 7 থেকে 14 দিনের মধ্যে এই কাজ তাদের সম্পন্ন করতে হবে ৷ ইতিমধ্যেই জায়গা পরিদর্শনের কাজ হয়ে গিয়েছে ৷ মূলত অক্সিজেন প্ল্যান্টের নির্মাণের দায়িত্বে তাঁরা থাকবেন ৷ এবং ডিআরডিও অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ করবে ৷ তিনি আরও জানিয়েছেন, অক্সিজেন প্ল্যান্টের সাইটের অবস্থার উপর ভিত্তি করে এক একটি প্ল্যান তৈরি করতে কমপক্ষে 12 লক্ষ টাকা খরচ হবে ৷

অক্সিজেন প্ল্যান্টের নির্মাণের বিষয়ে কথা বললেন চিকিৎসক ধীমান মন্ডল

দুর্গাপুরের কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন ধীমান মণ্ডল ৷ তিনি এও জানিয়েছেন, প্রতিদিন হাসপাতালের প্রয়োজনীয়তা প্রায় ৪০০ (চারশো ) লিটার অক্সিজেন ৷ ফলে উদ্বৃত্ব অক্সিজেন বাইরেও দেওয়া যেতে পারে ৷

আরও পড়ুন :রাজ্যের নির্দেশিকা আসেনি, আসানসোল ডিভিশনে সারাদিনই চলল লোকাল ট্রেন

ABOUT THE AUTHOR

...view details