পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় বদলে যাচ্ছে ঐতিহ্য, আসানসোলে রামকৃষ্ণ মিশনে পুজো এবার অন্যরকম - Durga Puja in New Normal

সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত ভক্তরা মন্দিরে আসতে পারেন এবং প্রতিমা দর্শন করতে পারেন । অন্যান্যবার ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকে । এ বছর সেই ভোগের ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে ।

Durga Puja 2020
ছবি

By

Published : Oct 18, 2020, 6:18 AM IST

আসানসোল, 17 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে পুজো । আর তাই সর্বত্রই পুজোতে এবার সুরক্ষা এবং নিরাপত্তার ছাপ । সরকারি গাইডলাইন মেনে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে । পারিবারিক পুজোগুলিকেও বেঁধে ফেলা হয়েছে বিভিন্ন নিয়মবিধিতে । তবে আসানসোল রামকৃষ্ণ মিশনের পুজো জেলার মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় পুজো । বেলুড় রামকৃষ্ণ মিশনের ঐতিহ্য মেনেই এই রামকৃষ্ণ মিশনেও কুমারী পূজো, পুষ্পাঞ্জলী-সহ সমস্ত কিছুর আয়োজন করা হত । কিন্তু এই কঠিন পরিস্থিতিতে নজিরবিহীনভাবে সেই ঐতিহ্যে বদল এসেছে । এবার আসানসোল রামকৃষ্ণ মিশনের পুজো বেশ অন্যরকম ।

আসানসোল রামকৃষ্ণ মিশনের পুজোতে হাজার হাজার ভক্তকুলের ঢল নামে । বিশেষ করে অষ্টমীর কুমারী পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমায় আসানসোল রামকৃষ্ণ মিশনে । সকাল থেকেই ভক্তেরা লাইন দিয়ে বসে যায় রামকৃষ্ণ মিশনের বড় মন্দিরে । যতক্ষণ পুজো চলে ততক্ষণ ভক্তরা বসে প্রার্থনা করেন । সেখানে এবছর ছবিটা হতে চলেছে পুরো আলাদা ।

আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী সোমাত্মানন্দজী মহারাজ জানান, যেহেতু কোরোনা পরিস্থিতিতেই পুজো, তাই বহু প্রাচীন প্রথা, কুমারী পুজো করা হচ্ছে না এ বছর । কোনও রকম পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থাও রামকৃষ্ণ মিশনে থাকছে না । শুধু তাই নয় ভক্তরা যাঁরা মন্দিরে আসবেন, তাঁরা মন্দিরে ঢুকে বসতে পারবেন না, শুধুমাত্র প্রণাম করে তাঁদের ফিরে যেতে হবে।"

আসানসোলে রামকৃষ্ণ মিশনে পুজো এবার অন্যরকম

মন্দিরে ঢোকার ক্ষেত্রে সময়ও বেঁধে দেওয়া হয়েছে । সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত ভক্তরা মন্দিরে আসতে পারেন এবং প্রতিমা দর্শন করতে পারেন । অন্যান্যবার ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকে । এ বছর সেই ভোগের ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে । পরিবর্তে গেটের কাছে করা হচ্ছে শুকনো প্রসাদের আয়োজন । দর্শনার্থীরা ফেরার পথে গেটের কাছে প্রসাদ নিয়ে ফিরে যেতে পারবেন । থাকছে যথেষ্ট স্যানিটাইজ়ারের ব্যবস্থা । মাস্ক ছাড়া কাউকে রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন সোমাত্মানন্দজী মহারাজ ।

বড় পুজো থেকে ছোটো পুজো, পারিবারিক পুজো সর্বত্রই সুরক্ষার সঙ্গে পুজো হোক... এমনই চাইছেন সবাই । আসানসোল রামকৃষ্ণ মিশনেও তাই এই কোরোনা সংক্রমণ রুখতে প্রাচীন সব প্রথা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details