দুর্গাপুর, 24 ডিসেম্বর: দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুর নগর নিগমের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । শুক্রবার সকালে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ (Anindita Mukherjee takes oath as new Mayor of Durgapur Municipal Corporation) ।
অনিন্দিতা মুখোপাধ্যায়ের শপথ গ্রহণের পরেই এদিন মিষ্টি ও আবির সহযোগে আনন্দে মেতে ওঠেন দুর্গাপুরের তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিন কয়েক আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন দিলীপ অগস্থি । তাঁর জায়গায় এবার দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ ডেপুটি মেয়র হয়েছেন অমিতাভ বন্দ্য়োপাধ্যায় ৷