সালানপুর, 24 অগাস্ট : খরাপ্রবণ এলাকায় চাষবাস হয় না ? ইচ্ছে থাকলেই উপায় হয় ৷ খরাপ্রবণ এলাকায় চাষবাস করে দেখালেন সালানপুরের বাসিন্দারা । আসানসোলের সালানপুর ব্লকে কয়েকটি গ্রামে হাঁড়িসেচের মাধ্যমে আমবাগান তৈরি করা হয়েছে । সেই গাছ ইতিমধ্যেই বেড়ে উঠেছে । আগামী কয়েকদিনের মধ্যেই সেই গাছে ফলন আসবে বলে মনে করছেন পঞ্চায়েত প্রতিনিধিরা ৷
আসানসোলের রুক্ষ ভূমি মানেই সালানপুর ব্লক । এই এলাকার কোনও মাটিতেই জল ধারণ ক্ষমতা তেমন নেই । সেই কারণে চাষবাস হয় না বললেই চলে । এলাকার বেশিরভাগ মানুষ দিনমজুর । বিকল্প পদ্ধতিতে চাষবাসের মাধ্যমে বাসিন্দাদের কর্মসংস্থানের নতুন উদ্যোগ নিয়েছে সালানপুর ব্লক অফিস । হাঁড়িসেচের মাধ্যমে অভাবনীয়ভাবে আমবাগান তৈরি করা হচ্ছে । এই আমবাগানের মাধ্যমে 100 দিনের কাজে বাসিন্দাদের নতুন কর্মসংস্থানের হদিশ মিলছে । সালানপুরের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায় হাঁড়িসেচের মাধ্যমে আমবাগান তৈরি হয়েছে ৷
কী এই প্রকল্প?