পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে নব্য নেতা-কর্মীদের হাতে আক্রান্ত প্রবীণ BJP নেতারা - prasun

অন্ডালে সদ্য BJP-তে আসা সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা চান না যে এলাকায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক । আর তাই সদ্য BJP-তে আসা কর্মীদের হাতে প্রহৃত হতে হল বলে অভিযোগ তুললেন প্রবীণ BJP নেতা প্রসূন ভট্টাচার্য ।

প্রসূন ভট্টাচার্য

By

Published : Jul 19, 2019, 4:52 AM IST

অন্ডাল, 19 জুলাই : সদ্য BJP-তে আসা কর্মীদের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ তুললেন অন্ডালের প্রবীণ BJP নেতা প্রসূন ভট্টাচার্য । প্রসূনবাবুর দাবি, স্থানীয় BJP নেতা সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা চান না যে এলাকায় সদস্য সংগ্রহ অনুষ্ঠান হোক । আর এর জেরেই বিপত্তি ।

22 জুলাই অন্ডালে BJP-র কিষাণ মোর্চার একটি সমাবেশের জন্য সদস্য সংগ্রহ কর্মসূচি চলছিল গতকাল । অভিযোগ, সেখানে সরোজ মণ্ডল ও তাঁর অনুগামীরা এসে কর্মসূচিতে উপস্থিত কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখোপাধ্যায় সহ কর্মীদের গালাগালি দেন এবং মারার জন্য তেড়ে যান । আক্রান্ত হন প্রসূনবাবুও । তাঁদের আটক করে রাখা হয় । সেখান থেকে বাঁচতে বিমান মুখোপাধ্যায়, প্রসূন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন অন্ডালের লোকো গ্রাউন্ডে দলীয় কার্যালয়ে আশ্রয় নেন ।

ঘটনা প্রসঙ্গে প্রসূনবাবু জানান, এলাকার পুরোনো BJP নেতা কর্মীদের হেনস্থা ও মারধরের ঘটনার বিবরণ রাজ্য নেতৃত্বকে জানানো হবে । পাশাপাশি আক্ষেপের সুরে তিনি বলেন, "রাজ্য সভাপতির কাছে গিয়ে বিচার চেয়ে বলব, BJP-তে আসা এই নতুনদের হাতে মার খাওয়ার জন্যই কি BJP-কে নিয়ে এলাম ?" এবিষয়ে মুখ খুলতে চাননি সরোজ মণ্ডল বা তাঁর অনুগামীরা ।

অন্যদিকে BJP-র অন্ডাল মণ্ডলের সভাপতি জয়ন্ত মিশ্র বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে । সেটা দলের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details