দুর্গাপুর, 5 জুলাই:পড়ুয়াদের কাছে শুধুই স্কুল নয়, যেন একখণ্ড মনোরম পরিবেশ যুক্ত ভ্রমণ স্থান ৷ আর তাই দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের ঝুলিতে এল জেলার সেরা স্বচ্ছ স্কুলের সম্মান (Nepali Para Hindi High School Get Award for Cleanness)৷
মিড-ডে মিলে সবজি যোগান দিচ্ছে স্কুলের ছাদের কিচেন গার্ডেন। স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডঃ কলিমুল হক। স্কুলে রয়েছে 4 হাজার 217 জন পড়ুয়া। পড়াশোনা তো বটেই সঙ্গে স্কুলের পরিবেশ, খেলাধুলো সমস্ত দিকেই রাজ্যের অন্যতম জায়গায় এই স্কুল। করোনা পরিস্থিতির সময় অনলাইন ক্লাসে জোর দিয়েছে স্কুল ৷
অন্যদিকে বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা যায় এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। দিনের অধিকাংশ সময়েই স্কুলেই থাকেন স্কুলের পরিবেশের চর্চা করেন প্রধান শিক্ষক। বর্তমান পরিস্থিতিতে মাটির অভাব ৷ যার জেরে সবজি চাষ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে শহরের প্রান্তে। তাই 2014 সাল থেকে অন্য ভাবনা অবলম্বন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।