পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nepali Para Hindi High School: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলিমুলের হাত ধরে এই স্কুল এক মনোরম ভ্রমণ স্থান - পড়ুয়াদের কাছে শুধুই স্কুল নয় যেন একখণ্ড মনোরম পরিবেশ যুক্ত ভ্রমণ স্থান

স্বচ্ছ বিদ্যালয়ের নিরিখে জেলার প্রথম দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় পেল এক ঝাঁক পুরস্কার (Nepali Para Hindi High School Get Award for Cleanness)। দেখে বোঝাই যাবে না, এটা সরকারি বিদ্যালয়। শুধু স্বচ্ছ বিদ্যালয়ই নয় স্কুলের গাছগুলিতে পাখিদের আশ্রয়ে পাখিরালয়ও বানিয়েছে শিক্ষক-শিক্ষিকারা ও পড়ুয়ারা ৷

Nepali Para Hindi High Schoo
দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়

By

Published : Jul 5, 2022, 5:48 PM IST

দুর্গাপুর, 5 জুলাই:পড়ুয়াদের কাছে শুধুই স্কুল নয়, যেন একখণ্ড মনোরম পরিবেশ যুক্ত ভ্রমণ স্থান ৷ আর তাই দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের ঝুলিতে এল জেলার সেরা স্বচ্ছ স্কুলের সম্মান (Nepali Para Hindi High School Get Award for Cleanness)৷

মিড-ডে মিলে সবজি যোগান দিচ্ছে স্কুলের ছাদের কিচেন গার্ডেন। স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ড‍ঃ কলিমুল হক। স্কুলে রয়েছে 4 হাজার 217 জন পড়ুয়া। পড়াশোনা তো বটেই সঙ্গে স্কুলের পরিবেশ, খেলাধুলো সমস্ত দিকেই রাজ্যের অন্যতম জায়গায় এই স্কুল। করোনা পরিস্থিতির সময় অনলাইন ক্লাসে জোর দিয়েছে স্কুল ৷

অন্যদিকে বিভিন্ন সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা যায় এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। দিনের অধিকাংশ সময়েই স্কুলেই থাকেন স্কুলের পরিবেশের চর্চা করেন প্রধান শিক্ষক। বর্তমান পরিস্থিতিতে মাটির অভাব ৷ যার জেরে সবজি চাষ করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে শহরের প্রান্তে। তাই 2014 সাল থেকে অন্য ভাবনা অবলম্বন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পড়ুয়াদের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে স্কুলের ছাদেই হাইড্রোপনিক্স পদ্ধতির মাধ্যমে সবজি চাষের চিন্তাভাবনা আসে। কিছুদিনের মধ্যেই শুরু হয় ওই পদ্ধতিতে সবজি চাষ। বছরখানেকের মধ্যেই আস্তরূপ পায় বিদ্যালয়ের ছাদ। বর্তমানে ওই কিচেন গার্ডেনই সবজির যোগান দিচ্ছে মিডডে মিলে। স্কুলের পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে টাটকা সবজি রান্না করে।

র্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় পেল এক ঝাঁক পুরস্কার

আরও পড়ুন: স্কুল ছুটি দিয়ে নানুরে মন্ত্রীর দলীয় সভা ঘিরে বিতর্ক

অন্যদিকে, করোনা পরিস্থিতির সময় পাখিদের কথা চিন্তাভাবনা করে স্কুল ক্যাম্পাসের গাছগুলিতে মাটির কলসি দিয়ে পাখিরালয় তৈরি করা হয়। স্কুলের পাশে দাঁড়িয়েছে জেলার বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সংস্থা। এই স্কুলের পড়ুয়ারাও বিভিন্ন স্তরে পৌঁছে যাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক জানান, সমস্তটাই সম্ভব হয়েছে পড়ুয়াদের, অভিভাবকদের এবং প্রশাসনের সহযোগিতায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details