কুলটি, 2 সেপ্টেম্বর : এক মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলটির খলিলনগরের । শুধু তাই নয়, মহিলার বাড়িতে তল্লাশি চালানোর নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে । অভিযোগ, আক্রান্ত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন তিনি ও তাঁর পরিবার ।
বাড়ি বাড়ি ভূত পাঠান মহিলা ! ডাইনি অপবাদে মার - বাড়ি বাড়ি ভূত পাঠান মহিলা ! ডাইনি অপবাদে মার
এক মহিলাকে ডাইনি অপবাদে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি কুলটির খলিলনগরের । শুধু তাই নয়, মহিলার বাড়িতে তল্লাশি চালানোর নামে জিনিসপত্র তছনছ ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে । অভিযোগ, আক্রান্ত ওই মহিলা পুলিশের দ্বারস্থ হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হন তিনি ও তাঁর পরিবার ।
কুলটির খলিলনগরের বাসিন্দা মুনসার খাতুন নামে ওই মহিলা আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে আসেন । পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন । মুনসার খাতুন জানিয়েছেন, 24 অগাস্ট ও গতকাল তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন প্রতিবেশী । অভিযোগ, তারা তাঁকে ডাইনি অপবাদ দেয় । মুনসার খাতুনের অভিযোগ, প্রতিবেশীরা দাবি করেছে তিনি তাদের বাড়িতে ভূত পাঠান ! তল্লাশি চালানোর নামে গোটা বাড়ি তছনছ করে তারা । মুনসারের আরও অভিযোগ, সোনার গয়নাও লুট করেছে অভিযুক্তরা । মারধরও করা হয় ।
বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ জানিয়েছিলেন মুনসার । তিনি বলেন, "পুলিশ এ বিষয়ে ব্যবস্থাই নেয়নি ।" বাধ্য হয়ে আজ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারস্থ হন । পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ।