পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপসারণের পরেও যাদবপুরের সমাবর্তনে বুদ্ধদেব সাউ, প্রশ্ন তুললেন নওশাদ - অপসারণের পরেও যাদবপুরের সমাবর্তনে বুদ্ধদেব সাউ

Nawsad Siddique: রাজ্যপাল অপসারণ করার পরেও যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে হাজির বুদ্ধদেব সাউ ৷ তাঁর উপস্থিতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন খাড়া করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

Nawsad Siddique
নওশাদ সিদ্দিকী

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 6:49 PM IST

যাদবপুরের সমাবর্তনে বুদ্ধদেব সাউয়ের উপস্থিতিতে প্রশ্ন তুললেন নওশাদ

দুর্গাপুর, 24 ডিসেম্বর:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু অপসারণের পরও তিনি রবিবার যাদবপুরের সমাবর্তন উৎসবে পৌরোহিত্য করলেন ৷ কোন পদাধিকারবলে তিনি এই কাজ করলেন ৷ প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । তিনি বলেন, "শিক্ষা নিয়ে এ রাজ্যে ছেলে খেলা হচ্ছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে রাজ্যপাল সরিয়ে দিয়েছেন । এই নিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আর রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন । কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা। তিনি(বুদ্ধদেব সাউ) কোন পদ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পৌরোহিত্য করছেন ?"

রবিবার দুপুরে দুর্গাপুরে সিটুর কর্মসূচিতে যোগ দেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী । সঙ্গে ছিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হক-সহ বাম নেতৃত্ব ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় সরব হন নওশাদ ৷ তাঁর কথায়, "রাজ্যপাল অস্থায়ী উপাচার্যকে সরিয়ে দিয়েছেন ৷ তবুও তিনি সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন । তিনি যদি উপাচার্য হিসেবে পৌরোহিত্য করেন সেটা বেআইনি ৷ কিন্তু যদি সম্মানীয় ব্যক্তি হিসেবে ওঁনাকে আমন্ত্রণ করে এই দায়িত্ব দেওয়া হয়, সেটা আলাদা ব্যাপার । সেটাই আমরা জানতে চাইছি । কিন্তু এই বিষয়গুলি মিশিয়ে দেওয়া চেষ্টা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে ৷"

টেট নিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী জানান, গত বছর টেট হয়েছিল তখন তিনি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিলেন ৷ এবার শুভেচ্ছা জানাননি ৷ গত বছরের টেট প্রার্থীদের এখনও নিয়োগ হল না ৷ তাঁরা ক্ষোভ উগড়ে দিচ্ছে । তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "এই দল আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ৷ যারা ভালো আছেন তাদেরও কাজ করতে দেওয়া হচ্ছে না ।"

আরও পড়ুন:

  1. রাজ্যপালকে বুড়ো আঙুল, বারণ না শুনে যাদবপুরে চলছে 66তম সমাবর্তন অনুষ্ঠান
  2. রাত পোহালেই সমাবর্তন ! কয়েক ঘণ্টা আগে সাসপেন্ড যাদবপুরের ভিসি
  3. কলকাতায় এসেও যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন না ইউজিসি'র চেয়ারম্যান!

ABOUT THE AUTHOR

...view details