পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে প্রধানমন্ত্রী-BJP প্রতিনিধি দলের সাক্ষাৎ, উঠল অশান্তির কথা - asansol

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ঝাড়খণ্ড যাচ্ছেন বর্ধমানের অন্ডাল হয়ে ৷ আজ অন্ডাল বিমানবন্দরে মোদি নামার পর ঝাড়খণ্ডের দুমকায় যাবেন নির্বাচনী জনসভায় যোগ দিতে । প্রধানমন্ত্রীকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন বিশ্বপ্রিয় রায় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ।

অন্ডালে প্রধানমন্ত্রী-BJP প্রতিনিধি দলের সাক্ষাৎ, উঠল অশান্তির কথা
অন্ডালে প্রধানমন্ত্রী-BJP প্রতিনিধি দলের সাক্ষাৎ, উঠল অশান্তির কথা

By

Published : Dec 15, 2019, 1:31 PM IST

Updated : Dec 15, 2019, 3:28 PM IST

অন্ডাল, 15 ডিসেম্বর : অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করল BJP-র পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC ঘিরে রাজ্যজুড়ে সৃষ্টি হওয়া অশান্তির কথা প্রধানমন্ত্রীকে জানায় তারা ৷ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী ৷ ঝাড়খণ্ডের নির্বাচনী সভা শেষে ফের অন্ডালে আসার কথা মোদির ৷ সেই সময় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে BJP-র প্রতিনিধি দল সূত্রে ৷

প্রধানমন্ত্রী-BJP প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ঝাড়খণ্ড যাচ্ছেন বর্ধমানের অন্ডাল হয়ে ৷ আজ অন্ডাল বিমানবন্দরে মোদি নামার পর ঝাড়খণ্ডের দুমকায় যাবেন নির্বাচনী জনসভায় যোগ দিতে । রাজ্যে এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জি বিল কে কেন্দ্র করে এক অস্থির বাতাবরণ তৈরি হয়েছে ৷ প্রধানমন্ত্রীকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন বিশ্বপ্রিয় রায় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ।

অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছে RAF ও কমব্যাট ফোর্স ।

বিশ্বপ্রিয় রায়চৌধুরী জানান, '' রাজ্যে যে অস্থির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । তাদের মদতেই হিংসাত্মক ঘটনা ঘটছে । সরকার কড়া হাতে দমন করার কথা মুখে বলছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । আজ সকাল থেকেই রাজ্যে অস্থির বাতাবরণ বিভিন্ন জেলায় । আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি না । কিন্তু আমরা চাইছি সরকার শক্ত হাতে দমন করুক অশান্তির ঘটনাগুলি । প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই সমস্ত ঘটনা তুলে ধরব ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিমানবন্দর সহ দুই নম্বর জাতীয় সড়ক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷

Last Updated : Dec 15, 2019, 3:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details