আসানসোল, 28 ডিসেম্বর : মাদক কারবারিদের পাকড়াও করতে এবার আসানসোল রেল ডিভিশনের ভরসা তুফান । মাদক খোঁজার জন্য এই প্রথম পূর্বরেলে নিয়ে আসা হল স্নিফার ডগ । জার্মান শেপার্ড এই কুকুরটির নাম দেওয়া হয়েছে তুফান । পূর্বরেলের একমাত্র আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডেই এই নারকোটিকস স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে । ইতিমধ্যে পুণে থেকে আট মাসের ট্রেনিং শেষ করে আসানসোল ডগ স্কোয়াডে এসেছে তুফান ।
আসানসোল রেল ডিভিশনে এর আগে চারটি কুকুর ছিল । তিনটি বম্ব স্কোয়াডের জন্য । একটি দুষ্কৃতী ধরার জন্য । নতুন সংযোজন নারকোটিকস স্নিফার ডগ তুফান । তুফানের এখন বয়স দেড় বছর ।
আসানসোল রেল ডিভিশনের ডগ স্কোয়াডের ইনচার্জ এস কে বর্মণ জানিয়েছেন, "পূর্ব রেলে শুধুমাত্র আসানসোল রেল ডিভিশনের এই নারকোটিকস স্নিফার ডগ আনা হয়েছে । যখন তখন রাতের ট্রেনে এই কুকুর নিয়ে অভিযান চালানো হবে । যারা রেল মারফত গাঁজা, চরস, আফিম বা হেরোইনের পাচারে যুক্ত তাদের সহজেই হাতেনাতে ধরা যাবে । ইতিমধ্যেই পুণে থেকে ট্রেনিং শেষ করে আসার পর 7-8 দিন ডিউটি করেছে তুফান । সম্পূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হলেই পুরোদমে তুফানকে কাজে লাগানো যাবে ।"