পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Naka Checking In West Bardhaman : আসানসোল উপনির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা - আসানসোল নির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা

আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্তবর্তী অজয় নদের ওপরে নাকা চেকিংয়ের (Naka Checking West Bardhaman) সময় বীরভূমের দুবরাজপুরের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল নগদ চার লক্ষ একুশ হাজার টাকা ।

Asansol By-Election 2022
নাকা চেকিং

By

Published : Mar 26, 2022, 4:34 PM IST

দুর্গাপুর, 26 মার্চ : আসানসোল নির্বাচনের আগে (Naka Checking West Bardhaman) জোরদার নাকা চেকিং ৷ বীরভূমের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা ৷

পুলিশ সূত্রে খবর, ওই টাকার সঠিক উৎস সম্পর্কে কিছুই বলতে পারেননি ধৃত ব্যক্তি । একদিকে অগ্নিগর্ভ পরিস্থিতি বীরভূম জেলার রামপুরহাটে আবার অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন । এমনিতেই পুলিশের রাতের ঘুম ছুটেছে । পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানা এলাকার অজয় নদের সেতুতে নাকা চেকিং-এর সময় উদ্ধার হল চার লক্ষ একুশ হাজার টাকা।

শুক্রবার গভীর রাতে এই টাকা উদ্ধারের ঘটনাটি ঘটে। অজয় নদের ওপারেই বীরভূম জেলা । বীরভূম জেলার দুবরাজপুরের পাওয়ার হাউস এলাকার বাসিন্দা মজিবুর রহমান নামের ঐ ব্যক্তি চারচাকা গাড়ি নিয়ে দুর্গাপুর থেকে দুবরাজপুর যাচ্ছিলেন । এত পরিমাণ টাকা নিয়ে কী কারণে যাচ্ছিল ওই ব্যক্তি, তার সদুত্তর দিতে না পারায় এবং বৈধ কাগজ না দেখাতে পারায় টাকা বাজেয়াপ্ত করা হয় ।

আরও পড়ুন :Bombs Recovered in Birbhum : বীরভূমের মারগ্রামে উদ্ধার 200টি বোমা

টাকা উদ্ধারের পরই এদিন সকাল থেকে সেতুর উপর আরও জোরদার করা হয়েছে নাকা তল্লাশি । সামনেই ভোট, এসময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details