কলকাতা, 22 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে টুম্পা সোনা গানে নেচেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই বর্তমান পড়ুয়া ও তিন প্রাক্তনী ৷ বিষয়টি ভালো চোখে নেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ 5 জনকে শাস্তি দেওয়া হয়েছে ৷ বছর বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না তাঁরা । তবে এই ঘটনায় চরম বিরক্ত সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী । এই ঘটনায় ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ।
"টুম্পা সোনা" গানে নেচে শাস্তিপ্রাপ্তদের পাশে নচিকেতা - ছাত্রছাত্রীদের পাশে নচিকেতা
টুম্পা সোনা গানে নাচায় 5 জনকে শাস্তি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ 2 বছর বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না তাঁরা । এবার সেই শাস্তিপ্রাপ্তদের পাশে দাঁড়ালেন গায়ক নচিকেতা ৷
ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘‘ এটা একটা সামান্য কাজ করেছে ছাত্র-ছাত্রীরা । বাচ্চা ছেলেরা স্কুল-কলেজে তো নাচানাচি করবেই । লঘু পাপে গুরুদণ্ড হল ! আর পাপও নয়। বাচ্চা ছেলেমেয়েরা তো নাচবেই । উপাচার্য তো আর নাচবেন না । এই বয়সে যেটা করার, ওরা তাই করেছে । এটার জন্য এত বড় একটা দণ্ড দেওয়ার দরকার ছিল না ।"
শিল্পী নিজের উদাহরণ টেনে বলেন, ‘‘আমি যখন গান গাইতে এসেছিলাম, আমার গানটাকেও অপসংস্কৃতি বলা হয়েছিল । এখন সেটাকে ক্লাসিক বলা হয় । কোন গানটা ভালো, কোন গানটা খারাপ এটা সময়ের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো । আর সবাই সংস্কৃতি নিয়ে কথা না বলাই ভালো । সংস্কৃতির গতিপথ সম্পর্কে ওনাদের কোনও ধারণা নেই । জানেও না, বোঝেও না । আজ যা অপসংস্কৃতি কাল সেটাই সংস্কৃতি হতে পারে । প্রতি মুহুর্তে ভাষা বদলে যাচ্ছে ।’’
TAGGED:
ছাত্রছাত্রীদের পাশে নচিকেতা