আসানসোল, 22 জুন : 'প্রশ্ন করো না, তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী' মমতাকে কটাক্ষ করে এই গানটি বেঁধেছিলেন পল্লব কীর্ত্তনিয়া । এবার কাটমানি ইশুতে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গান বাঁধলেন নচিকেতা । সম্প্রতি দলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কাটমানি' ফেরত দেওয়ার নির্দেশ দেন । এরপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় । এই পরিস্থিতিকে সামনে রেখেই কাটমানি নিয়ে গান বেঁধেছেন নচিকেতা । ইতিমধ্যেই তাঁর সেই গান নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয়।
নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে - tmc
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে 'কাটমানি' নিয়ে গান ধরলেন নচিকেতা ।
2011 সালে রাজ্যে কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুলে পরিবর্তনের আন্দোলনে নচিকেতা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন । সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি । বিভিন্ন ইশুতে মমতাকে সমর্থন করেছিলেন বাংলার এই জনপ্রিয় গায়ক । এমনকি শহিদ দিবসের অনুষ্ঠানে মমতার পাশে একাধিকবার দেখা গেছিল তাঁকে । তাহলে এখন কেন তাঁর গলায় "অ্যান্টিমমতা" সুর ? "দাদারা অথবা দিদিমণি" , "মন্ত্রী অথবা আমলা" কাউকেই ছেড়ে কথা বলেননি তিনি । তাহলে কি এবার BJP-র দিকে ঝুঁকছেন গায়ক ? এই প্রশ্নের উত্তরে নচিকেতা বলেন, "আমি এখনও মমতারই পক্ষে । আমি স্বচ্ছতা ও সততার পক্ষে । আমার মনে হয় মমতা ব্যানার্জির কাউকে দরকার নেই । উনি একাই একশো ।"
নচিকেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই আমার বক্তব্য । কাটমানি ফেরত দিন । যারা কাটমানি নিচ্ছে তাদের চিহ্নিত করুন । এদের দরকার নেই, এরা পরিবর্তনের পক্ষে ছিল না । পরিবর্তনের পক্ষে আমরাই ছিলাম ।"