কলকাতা, 18 সেপ্টেম্বর : সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে । এর আগে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "বাবুল তো খুব বুদ্ধিমান ছেলে, এটা অনেক আগেই করা উচিত ছিল। সঠিক পথটা বাছতে ওর এত দেরি হল কেন ? খুব তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা হবে ৷ তখন জিজ্ঞেস করব ৷"
বছর দুয়েক আগেই নচিকেতার "কাটমানি" গানটি ভাইরাল হয় । সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় সেই গানটি পোস্ট করেছিলেন। তা নিয়ে কম বিতর্কও হয়নি ৷ শেষ পর্যন্ত বাবুলের অ্যাকাউন্ট থেকে গানটি ডিলিট করে দেওয়া হয়েছিল । পরে অবশ্য নচিকেতার ফেসবুজ পেজ থেকেও গানটি পোস্ট করা হয়। এই বিতর্ক ও বাদানুবাদের মাঝে বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াতেই নচিকেতাকে 'ভন্ড গায়ক' বলেছিলেন। তা নিয়ে নচিকেতার অনুগামীদের সঙ্গে বাবুলের তরজায় সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল।