আসানসোল, 11 মে : কলকাতার মত বড় নয়, মফস্বলের ছোট একটি ক্লাব আসানসোলের বার্নপুর নববিকাশ ৷ এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে তারা দান করল এক লাখ টাকা।
কঠিন সময়ে কোনও ক্রীড়া বিনোদন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোটাই জরুরি ৷ তাই নিজেদের ক্লাবের পুজো এবং ক্রীড়া প্রতিযোগিতার বাজেট ছেঁটে এক লাখ টাকা রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে দান করল বার্নপুর নববিকাশ ক্লাব। রাজ্যের আইন, বিচার ও পুর্তমন্ত্রী মলয় ঘটকের হাতে এই চেক তুলে দেন নববিকাশ ক্লাবের সদস্যরা।
প্রতিবারই নববিকাশ ক্লাবের তরফে ফুটবল খেলার আয়োজন করা হয় ৷ বিখ্যাত ফুটবলাররা অতিথি হয়ে আসেন এই খেলায়। এছাড়াও দুর্গাপুজোতেও জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে ৷ পাশাপশি এই ক্লাবের তরফ থেকে বরাবরই গ্রামে গঞ্জের দুঃস্থ মানুষদের সেবায় সাহায্য করা হয়। এমনকি আমফানের সময় আসানসোল থেকে সুন্দরবনে গিয়ে মানুষের পাশেও দাঁড়িয়েছিল তারা।