পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader's Son Died: আসানসোলে তৃণমূল নেতার ছেলের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ - asansol

রহস্য মৃত্যু সালানপুরের তৃণমূল নেতা আরমানের পুত্র শাহনওয়াজের ৷ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য় আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
রহস্য মৃত্যু তৃণমূল নেতার ছেলের

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 12:57 PM IST

রহস্য মৃত্যু তৃণমূল নেতার ছেলের

আসানসোল, 31 অগস্ট: তৃণমূল নেতার ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার । কীভাবে মৃত্যু, সেই নিয়ে বাড়ছে সংশয় । মৃত মহম্মদ শাহনওয়াজের (30) পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের সালানপুর ব্লক সভাপতি মহম্মদ আরমানের ছেলে ৷ বুধবার রাতে আসানসোল চিত্তরঞ্জন রোডে সালানপুরে রামডি মোড়ে পড়ে জখম অবস্থায় পড়ে ছিলেন তিনি ৷ পাশেই পড়েছিল তাঁর বাইকটি ৷ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ আছে তা জানা যায়নি ৷
স্থানীয় বাসিন্দাদেরই প্রথম নজরে আসে ঘটনাটি ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ সালানপুর থানার পুলিশ ওই যুবককে জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রথামিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

সূত্রের খবর, মৃত যুবক শাহনওয়াজ সালানপুরের তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ আরমানের ছেলে । ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মহম্মদ আরমান । তিনি ছেলের দেহ শনাক্ত করেন ৷ হাসপাতালে আসেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রত্যেকে এসে মহম্মদ আরমানকে সমবেদনা জানিয়েছেন ।
সালানপুরের তৃণমূল নেতা ভোলা সিং বলেন "মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মহম্মদ আরমানের ছেলে। আমরা পরিবারের পাশে আছি ।"
মর্মান্তিক এই পরিণতি কীভাবে হল তা এখনও পর্যন্ত জানা যায়নি । স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিংয়ের মতে গাড়ি পিছলে যাওয়ার কারণেই রাস্তার উপরে পড়ে যায় মহম্মদ শাহনওয়াজ । তখনই তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় । তবে নিছকই দুর্ঘটনা নাকি অন্যকোনও কারণ আছে তা জানতে সালানপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন:পুকুর থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ, মিলল সিসিটিভি ফুটেজ

বৃহস্পতিবার শাহনওয়াজের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের করার পরেই তার দেহ তুলে দেওয়া হবে পরিবারকে। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের পর শেষকৃত্য সম্পন্ন হবে মহম্মদ শাহনওয়াজের। জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে শেষকৃত্য সম্পন্নের সময় জেলার সমস্ত তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন ।

ABOUT THE AUTHOR

...view details