আসানসোল, 31 অগস্ট: তৃণমূল নেতার ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার । কীভাবে মৃত্যু, সেই নিয়ে বাড়ছে সংশয় । মৃত মহম্মদ শাহনওয়াজের (30) পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের সালানপুর ব্লক সভাপতি মহম্মদ আরমানের ছেলে ৷ বুধবার রাতে আসানসোল চিত্তরঞ্জন রোডে সালানপুরে রামডি মোড়ে পড়ে জখম অবস্থায় পড়ে ছিলেন তিনি ৷ পাশেই পড়েছিল তাঁর বাইকটি ৷ দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ আছে তা জানা যায়নি ৷
স্থানীয় বাসিন্দাদেরই প্রথম নজরে আসে ঘটনাটি ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ সালানপুর থানার পুলিশ ওই যুবককে জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রথামিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
সূত্রের খবর, মৃত যুবক শাহনওয়াজ সালানপুরের তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ আরমানের ছেলে । ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মহম্মদ আরমান । তিনি ছেলের দেহ শনাক্ত করেন ৷ হাসপাতালে আসেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। প্রত্যেকে এসে মহম্মদ আরমানকে সমবেদনা জানিয়েছেন ।
সালানপুরের তৃণমূল নেতা ভোলা সিং বলেন "মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মহম্মদ আরমানের ছেলে। আমরা পরিবারের পাশে আছি ।"
মর্মান্তিক এই পরিণতি কীভাবে হল তা এখনও পর্যন্ত জানা যায়নি । স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিংয়ের মতে গাড়ি পিছলে যাওয়ার কারণেই রাস্তার উপরে পড়ে যায় মহম্মদ শাহনওয়াজ । তখনই তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা থেকে প্রচুর রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় । তবে নিছকই দুর্ঘটনা নাকি অন্যকোনও কারণ আছে তা জানতে সালানপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ।