পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেসুরো গলা তাই পিছনে থেকেই জাতীয় সংগীত গাইলেন মুনমুন - bjp

আজ আসানসোলের রবীন্দ্রভবনে INTTUC-র কর্মিসভা ছিল। গলা খারাপ বলে, পিছনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন তৃণমূল কংগ্রস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন সেন

By

Published : Apr 2, 2019, 10:57 PM IST

Updated : Apr 2, 2019, 11:14 PM IST

আসানসোল, 2 এপ্রিল : সভা তখন শেষ। শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সবাই উঠে পড়েছেন। এমন সময় এক শ্রমিক নেতা জাতীয় সংগীত করার জন্য মুনমুন সেনকে অনুরোধ করে বলেন, "দিদি একটু জনগণ বলুন।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন বলেন, "ওরা তো উঠে পড়েছে, মিটিং তো শেষ হয়ে গেছে।" কিন্তু তবু সভায় উপস্থিত জনতার কাছ থেকে অনুরোধ আসে, "একটু জনগণ বলুন।" কিন্তু মুনমুন নিজের সিদ্ধান্তে অবিচল। এবার তিনি বলেন, "না, আমি পারব না। আমার বেসুরো গলা। আপনারা বরং বেসুরো গলায় গান, আমি শুনব।''

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

কিন্তু ফের জনতা বলে ওঠে, "আরে আপনার সুর নাই তো কার সুর আছে? তখন মাইকের সামনে এগিয়ে আসেন মলয় ঘটক। তিনি নিজেই জাতীয় সংগীত শুরু করেন। পিছনের সারিতে চলে যান মুনমুন। সেখানে দাঁড়িয়েই সবার সঙ্গে গলা মিলিয়ে গাইলেন জাতীয় সংগীত। ঘটনাটি আসানসোলের রবীন্দ্রভবনের।

আজ আসানসোলের রবীন্দ্রভবনে INTTUC-র কর্মিসভা হয়। মুনমুনের সমর্থনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মুনমুন ছাড়াও সভায় ছিলেন মলয় ঘটক, সংগঠনের জেলা সভাপতিসহ শ্রমিক নেতারা। প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখেন। সব শেষ হওয়ার পর অন্যান্য সভার মতো এই সভাতেও জাতীয় সংগীত গাওয়ার তোড়জোড় শুরু হয়। আর তখনই মুনমুনকে অনুরোধ করা হয়েছিল জাতীয় সংগীত গাইতে।

Last Updated : Apr 2, 2019, 11:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details