দুর্গাপুর, 6 মার্চ: ভালোবাসাই কাল হল । প্রেমিকা আগ্রহ হারালেও তাকে ছাড়তে রাজি ছিলেন না প্রেমিক । এদিনে নয়া পুরুষের আবির্ভাব ঘটেছে প্রেমিকার জীবনে । পুরনো প্রেমিককে পৃথিবী থেকে চিরতরে সরাতে নতুন প্রেমিককে নিয়ে ছক কষেছিল প্রেমিকা । সারারাত মদ খাইয়ে, মাথায় রড দিয়ে আঘাত করেও ক্ষান্ত হয়নি প্রেমিক ও তার নয়া প্রেমিক । মদের বোতল ও কাঁচের গ্লাস দিয়ে খুন করা হয় ওই যুবককে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে । গোপালমাঠের বনগ্রামে 19 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া যায় যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ (Murder for love Triangle ) ।
শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে প্রেমিক বিট্টু কুমার সিং ও তার প্রেমিকা আফরিন খাতুন । সোমবার পুলিশি জেলায় যুগলে আফরিন খাতুনের পুরনো প্রেমিক অবিনাশ ঝাঁ'কে খুন করে তাঁর মৃতদেহ বাইকে বসিয়ে হাতমুখ বেঁধে ফেলে দিয়ে আসার কথা কথা স্বীকার করেছে । বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠের জাতীয় সড়কের পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয় ।
জানা যায়, মৃত যুবকের নাম অবিনাশ ঝাঁ (19)। দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লী এলাকার বাসিন্দা ওই যুবকের পরিবারের পরিবহণের ব্যবসা ছিল । খুনের অভিযোগ তোলে পরিবারের লোকজন । ঘটনা খতিয়ে দেখে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ । তারপরেই পুলিশ জানতে পারে, দুর্গাপুরেরই নঈন নগরের বাসিন্দা আফরিন খাতুন ও বিজুপাড়া এলাকার বাসিন্দা বিট্টু কুমার সিংহের কথা ।