আসানসোল, 3 জুলাই : আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য তবাসুম আরার ভ্যাকসিন দেওয়ার ঘটনা সামনে আসতেই তাঁকে এবং এক চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীকে শোকজ করল আসানসোল পৌরনিগম । আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমি তবাসুম আরাকে শোকজ করেছি এবং পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক গঙ্গোপাধ্যায় এক চিকিৎসক সহ দুই নার্সকে শোকজ করেছেন। কেন এই ঘটনা ঘটেছে তার কারণ দর্শাতে বলা হয়েছে দুদিনের মধ্যে । "
এক মহিলাকে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তবাসুম আরা ৷ স্বাস্থ্যকর্মী না হয়েও কীভাবে ভ্যাকসিন দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
কুলটি থানার অন্তর্গত চবকা যৌনপল্লীতে আসানসোল দুর্বার সমিতি ও আসানসোল পৌরনিগমের উদ্যোগে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় । শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ।
ওই শিবিরেই যান তৃণমূল নেত্রী তথা আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যা তবাসুম আরা । উপস্থিত সকলকে চমকে দিয়ে স্বাস্থ্যকর্মীর হাত থেকে সিরিঞ্জ নিয়ে এক মহিলার হাতে সুঁচ ফুটিয়ে দেন তিনি । ঘটনা প্রকাশ্যে আসার পরেই তুমুল বিতর্ক শুরু হয়।