পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরত দিক মমতা : মুকুল - tmc

গতকাল চন্দ্রকোনা রোডে রথের দড়ি টানতে এসে BJP নেতা মুকুল রায় কাটমানি নিয়ে ফএর কাটক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ।

মুকুল

By

Published : Jul 5, 2019, 8:32 AM IST

মেদিনীপুর, 5 জুলাই : বিজ্ঞাপন দিয়ে কাটমানি ফেরত দিক মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল চন্দ্রকোনা রোডে রথের দড়ি টানতে এসে এই দাবি করেন BJP নেতা মুকুল রায় । তিনি আরও বলেন, "লালু প্রসাদ, অখিলেশের দলকে তুলে দিয়েছে। প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূল দলটাও উঠে যাবে ।"

কাটমানি প্রসঙ্গে মুকুলবাবু বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন ৭৫ শতাংশ টাকা দলকে দিন । তার মানে ৭৫ শতাংশ টাকা দলের কাছে আছে । দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উনি একটা বিজ্ঞাপন দিয়ে বলুন যাদের যাদের টাকা দলের কাছে আছে উনি এক জায়গায় বসে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেবেন । তাহলেই তো ঝামেলা মিটে যায় ।

কাটমানি নিয়ে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আন্দোলন তো করছে সাধারণ মানুষ । আমরা তো টাকা ফেরত চাইনি, জনগণ চেয়েছে । কাটমানির টাকা নিয়ে আন্দোলন জনগণ করছে । এটা জনগণ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে । এখানে BJP-র যোগ কোথায় ?"

ABOUT THE AUTHOR

...view details