দুর্গাপুর, 29 অক্টোবর : স্বাস্থ্যকেন্দ্রের জানালা থেকে সদ্যোজাতকে ফেলে দিলেন এক মহিলা ৷ দুর্গাপুরের পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা ৷ সদ্যোজাতর কান্না শুনে তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় কাঁকসা থানায় ৷
সদ্যোজাতকে স্বাস্থ্যকেন্দ্রের জানালা দিয়ে ফেলে দিলেন মা - Panagarh
বৃহস্পতিবার ওই শিশুটির মায়ের খোঁজ পাওয়া যায় ৷ সদ্যোজাতকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তিনি ৷
![সদ্যোজাতকে স্বাস্থ্যকেন্দ্রের জানালা দিয়ে ফেলে দিলেন মা panagarh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9352883-940-9352883-1603958539230.jpg)
পানাগড়
অবশেষে বৃহস্পতিবার ওই সদ্যোজাতর মায়ের খোঁজ পাওয়া যায় ৷ সদ্যোজাতকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তিনি ৷ সূত্রের খবর, ওই মহিলার স্বামী তাঁর সঙ্গে থাকেন না ৷ সেই কারণেই তিনি সন্তানকে ফেলে দেন বলে জানা গিয়েছে ৷
BMOH এর বক্তব্য শুনুন ভিডিয়োতে
এবিষয়ে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডঃ বিপ্লব মণ্ডল বলেন, "মহিলাটি হাসপাতালেই ভরতি ছিলেন ৷ স্বামী ছেড়ে চলে যাওয়ায় তিনি তাঁর সন্তানকে রাখতে চাননি ৷ সেই কারণেই এমন ঘটনা ঘটায় ৷" খবর দেওয়া হয়েছে চাইল্ড লাইনে ৷