দুর্গাপুর, 29 এপ্রিল: সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপুর পৌরনিগমের মেয়র পরিষদ রাখি তিওয়ারি 14 নম্বর ওয়ার্ডের মুসলিম সম্প্রদায়ের মানুষদের ফল বিতরণ করলেন বুধবার। এইসঙ্গে স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ আজ আমজনতার কাছে আবেদন করেন, উৎসবের দিনগুলোতেও বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন।
রমজানে দুস্থদের ফল বিতরণ দুর্গাপুরের মেয়র পারিষদের - রমজান মাস
লকডাউনের মধ্যেই পড়েছে পবিত্র রমজান মাস। আজ তাই দুস্থদের ফল বিতরণ করলেন দুর্গপুর পৌরনিগমের মেয়র পারিষদ রাখি তিওয়ারি।
রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের অন্যতম ধর্মীয় উৎসব তথা আচার রমজান মাসের রোজা পালন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এদিকে কোরোনার প্রকোপে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে রমজান মাস পড়ায় বিপাকে পড়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। অধিকাংশ নিম্নবিত্তের মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন দুস্থ মানুষগুলো। তার মধ্যে রমজান মাস তথা রোজা পালনের পবিত্র রীতি পড়ায় অস্বস্তিতে আরও বেড়েছে। সেকথা মাথায় রেখেই আজ দুর্গাপুর পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তিওয়ারি তাঁর এলাকার সংখ্যালঘু দুস্থদের মধ্যে ফল বিতরণ করলেন। বুধবার ফল বিতরণের সঙ্গে সঙ্গে মেয়র পারিষদ উপস্থিত মহিলাদের সচেতনতার বার্তা দেন।
স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ রাখি তেওয়ারি আমজনতার উদ্দেশে বলেন, "আপনাদের কষ্ট হচ্ছে জানি। তবুও, অনুরোধ করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। আতঙ্কিত হবার কিছু নেই। আমরা এই লড়াই জিতবই।"