দুর্গাপুর, ২১ মার্চ : দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এম এ এম সি কলোনির বাসিন্দাদের সাথে বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা। যেহেতু দোল উৎসবের জন্য দু'দিন প্রচার বন্ধ রাখা হয়, তাই ভোটপ্রচার না করলেও বসন্ত উৎসবকেই জনসংযোগের জন্য বেছে নিলেন মমতাজ়। তিনি বিদায়ি সাংসদ। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
বসন্ত উৎসবে মাতলেন মমতাজ় সংঘমিতা, শোনালেন রবীন্দ্রসংগীত - festival
বসন্ত উৎসবে সামিল হয়ে রবীন্দ্রসংগীত ও নৃত্যে মাতলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মমতাজ় সংঘমিতা।
তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা
আবাল-বৃদ্ধ-বনিতাদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করেন ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবব্রত সাঁই। দেবব্রতবাবুর আয়োজিত অনুষ্ঠানে এসে প্রভাতফেরিতে রবীন্ত্রনৃত্যে মাতেন মমতাজ় সংঘমিতা। পরে তিনি সাংবাদিকদের সামনে রবীন্দ্রসংগীতও গেয়ে শোনান।
Last Updated : Mar 22, 2019, 7:02 AM IST