আসানসোল, 9 মার্চ :করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল ৷ এখন স্কুল খুললেও বহু ছাত্র-ছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়েছে । বিশেষত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলছুট হওয়ার প্রবণতা বেশি নজরে পড়ছে । লকডাউনে অভাবের কারণে অনেকেই লেখাপড়া বাদ দিয়ে কাজ বেছে নিয়েছেন । অন্যদিকে অনেকেরই নাবালক বয়সে বিয়ে হয়ে গিয়েছে । এই অবস্থায় সরকারি স্কুলের মেধাবী ছাত্রীদের বৃত্তি দিয়ে স্কুলে ফেরানোর পদক্ষেপ করলেন সুদেষ্ণা ঘটক ৷ তিনি রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের স্ত্রী । তাঁর মহিলা সংগঠনের উদ্যোগে এই বৃত্তি দেওয়া হল (Moloy Ghatak wife Sudeshna Ghatak helps meritorious poor students in Asansol) ।
বুধবার আসানসোলের বার্নপুর শান্তিনগর স্কুলে এবং হিরাপুর মানিক চাঁদ গার্লস স্কুলে প্রায় কুড়ি জন ছাত্রীকে আর্থিক অনুদানের পাশাপাশি বই খাতা-সহ অন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সুদেষ্ণা ঘটক । তিনি বলেন, "সম্প্রতি একটি স্কুলে গিয়েছিলাম । শুনলাম সেখানকার প্রচুর ছাত্রীর বিয়ে হয়ে গিয়েছে । তাই আমরা নারীদিবস উপলক্ষ্যে ছাত্রীদের শিক্ষার বিষয়টিতে বেশি উদ্যোগী হতে চাই । দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রীরা টাকার অভাবে পড়তে পারে না ।" তাই মেধাবী ছাত্রীরা যাতে ফের মনোযোগী হয়, তাঁদর পাশে থাকতে চান, জানালেন মলয় ঘটকের স্ত্রী ।