পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Moloy Ghatak: বোনেদের টানে আসানসোলে গিয়ে ফোঁটা নিয়ে ফের কলকাতার পথে মলয় ঘটক

বোনেদের টানে কলকাতা থেকে আসানসোলে গিয়ে ভাইফোঁটা (Bhai Phota 2022) নিলেন ব্যস্ত মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)৷ ফোঁটা নিয়ে ফের কলকাতার পথে রওনা দিয়েছেন তিনি ৷

Moloy Ghatak goes to Asansol from Kolkata to take Bhai Phota
বোনেদের টানে আসানসোলে গিয়ে ফোঁটা নিয়ে ফের কলকাতার পথে মলয় ঘটক

By

Published : Oct 27, 2022, 5:30 PM IST

আসানসোল, 27 অক্টোবর: তিনি রাজ্যের অন্যতম ব্যস্ত মন্ত্রী । সপ্তাহের মাঝে তাই কাজও প্রচুর থাকে । কিন্তু ভাইফোঁটায় (Bhai Phota 2022) বোনেদের আবদারে সাড়া না দিয়ে পারলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। ভাইফোঁটার সকালেই তড়িঘড়ি কলকাতা থেকে ছুটে গেলেন আসানসোল (Asansol news)। তিন বোনের কাছে ভাইফোঁটা নিলেন অন্যান্য ভাইদের সঙ্গে বসেই । দুপুরের খাওয়া সেরে পুনরায় কলকাতার উদ্দেশে রওনা দিলেন তিনি ৷

প্রতি বছরই চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়িতে ভাইফোঁটার আয়োজন করা হয় । মলয় ঘটক ছাড়াও আসানসোল পৌরনিগমের অন্য আরেক ভাই ভাইফোঁটা নিতে বসেন । একসঙ্গেই আসানসোলে থাকা তিন বোন, তিন ভাইকে ফোঁটা দেন । মিষ্টিমুখ করান ।

ভাইফোঁটার দিন দুপুরের খাবারেও বেশ ভালো আয়োজন । মাছের চপ, ইলিশ মাছ, চিংড়ি মাছ-সহ অন্যান্য নানা সুস্বাদু খাবার তো আছেই । বোনেরাই যত্ন করে রেঁধেছেন । রাতের মেনুতে রয়েছে চিকেন । যদিও মলয় ঘটক রাতের ভোজে অংশ নিতে পারবেন না । কাজের চাপে তাঁকে কলকাতা ফিরে যেতে হবে । তবু ভাইফোঁটার দিন মানেই অন্য আনন্দ, জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।

আরও পড়ুন:ভাইফোঁটায় বিরোধী শিবিরের ভাইদের দীর্ঘায়ু কামনা চন্দ্রিমার

বোন প্রণতি বন্দ্যোপাধ্যায় জানালেন, "সবাই কাজে ব্যস্ত । তবুও আজকের দিনটার জন্য বিশেষভাবে আমরা অপেক্ষা করি । সবাই আসে । পারিবারিক উৎসবের চেহারা নেয় বাড়িটা ।"

ABOUT THE AUTHOR

...view details