সালানপুর, 11 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির ঘটনা আসানসোলে ৷ এবার সালানপুরের বনজেমারিতে ৷ গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷
আজ সকালে বনজেমারিতে ঘোরাঘুরি করছিলেন বছর তিরিশের ওই যুবক ৷ অস্বাভাবিক আচরণ আর অসংলগ্ন কথাবার্তা দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটকে রাখে স্থানীয়রা ৷ ছেলেধরা সন্দেহে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় ৷ অজ্ঞান হয়ে পড়লে রাস্তায় ফেলে চলে মারধর ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে সালানপুর থানার পুলিশ ৷ তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলা হলে সেখান থেকেও নামিয়ে ফের মারধর করা হয় বলে বক্তব্য প্রত্যক্ষদর্শীদের ৷ কোনওরকমে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
গত কয়েকদিনে আসানসোলে ছেলেধরা সন্দেহে একাধিকবার গণপিটুনির ঘটনা ঘটেছে । সেই গুজব রুখতে পুলিশ-প্রশানের তরফে প্রচার চালানো হচ্ছে ৷ চলছে মাইকিং ৷ গণপিটুনি রুখতে বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল 2019 বা "গণপ্রহার রোধ বিল"ও । বিল পাশ হলেও এখনও আইনটি চালু হয়নি । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে । গণপ্রহারে কেউ জখম হলে দোষীর সর্বোচ্চ তিন বছর সশ্রম কারাদণ্ড ও সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে । তারপরও যে সাধারণ মানুষের হুঁশ ফেরেনি তা ফের প্রমাণ করল আজকের ঘটনা ৷