পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DVC Fly Ash Transport: নিয়ম মেনে ছাই পরিবহণের আরজি জানিয়ে ডিভিসিকে চিঠি বিধায়কের - ডিভিসি

ডিভিসি ছাই থকে ছড়াচ্ছে দূষণ ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ টিএমসি বিধায়কের ৷ অন্যথায় বড়সড় আন্দোলন হবে বলে হুমকি তৃণমূল বিধায়কের ৷

Etv Bharat
পরিববনের সময় উড়ছে ডিভিসির ছাই

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:07 AM IST

নিয়ম মেনে ছাই পরিবহণের আরজি জানিয়ে ডিভিসিকে চিঠি

দুর্গাপুর, 30 অগস্ট:অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ফ্ল্যাই আ্যশ বা ছাই থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে। এমতাবস্থায় ব্যবস্থা নেওয়ার আরজি জানালেন শাসক শিবিরের বিধায়ক । ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি শাসকদলের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ও অন্নাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধিন পাণ্ডের। অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয় ফ্লাই আ্যশ বা ছাই। বিষাক্ত এই ছাই বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে সরবরাহ করা হয় অন্য জায়গায়। সেই সময় ছাই থেকে দূষণ ছড়ায় বলে অভিযোগ।

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই ভর্তি ডাম্পার 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে টপ লাইনে ইউটার্ন নিয়ে যাতায়াত করে ৷ এটি দুর্গাপুর যাওয়ার রাস্তা। পরিবহণের সময় রাস্তায় উড়ে পড়ে ছাই। তার ফলে এলাকায় তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা। অন্ডাল থেকে কাজোড়া মোড় পর্যন্ত রাস্তার দু-ধারে থাকা খাবার দোকানের মালিকদের অভিযোগ, এই ছাই উড়ে পড়ছে খাবারের উপর। তাই বাধ্য হয়ে সবসময় খাবার ঢেকে রাখা হচ্ছে ৷ বিষাক্ত ছাই ওড়ার ফলে এলাকায় ছড়াচ্ছে দূষণ। এমনকী রাস্তার উপর ছাই পড়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। সেজন্য সর্বদা খাবার ঢেকে রাখা ছাড়া উপায় নেই। বেশ কয়েকবার ছাই বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখিয়েও লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর ৷

এই প্রসঙ্গেই এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, ছাই থেকে দূষণ ছড়াচ্ছে ৷ তাই ছাই পরিবহণ অবিলম্বে বন্ধ করতে হবে ডিভিসি কর্তৃপক্ষকে। পরিবহণের সময় ডাম্পারে ছাই যাতে রাস্তায় না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দিতে হবে ৷ নিয়ম মেনে ছাই পরিবহণ করার জন্য কর্তৃপক্ষকে আরজি জানানো হয়েছে। তাতে কাজ না হলে আন্দোলন হবে বলে জানান বিধায়ক।

আরও পড়ুন:প্রতীকী চন্দ্রযান-3 তৈরি করল দুর্গাপুরের তরুণরা, মাটিতে হাঁটল প্রজ্ঞান

অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে বলেন,"দূষণ বন্ধ করার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে পঞ্চায়েতের পক্ষ থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে । এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থার না নিলে পঞ্চায়েতের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।" স্থানীয় বাসিন্দা বিল্টু চট্টোপাধ্যায়ের কথায়, " আমরা এর আগেও পথ অবরোধ করেছি। পাশাপাশি বিডিওর কাছে স্মারকলিপিও জমা দিয়েছি। এত আবেদনের পরও এই অব্যবস্থা বন্ধ হচ্ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details