আসানসোল, 26 নভেম্বর: ‘‘মুখে গণতন্ত্র আর পিছনে ষড়যন্ত্র ৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Attacks TMC As Says Violent Party) ৷ শুক্রবার সংবিধান দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী গণতন্ত্র বজায় রেখে সবাইকে নিয়ে চলার কথা বলেন ৷ আর সেই সময় নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দিতে গিতে বিজেপি কর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই অভিযোগকে হাতিয়ার করেই এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সুকান্ত ৷ বলেন, ‘‘কিছু প্রাণী আছে, যাঁরা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’
এদিন আসানসোলে কর্মসূচির মাঝে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হয় সুকান্তকে ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘সৌভ্রাতৃত্ব থাকা উচিত ৷ বিতর্কের কিছু নেই ৷ একজন বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন চা খেতে ৷ অনেক আগেই ডাকতে পারতেন। কিন্তু, আমরা জানি কিছু প্রাণী আছে, যারা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’