পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Murder Case: উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, গ্রেফতার বন্ধু মনীশ - Police Arrest Accused

নিখোঁজ থাকা যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য অন্ডালে (Youth Murder Case)। পরিবারে পক্ষ থেকে খুনের অভিযোগ মৃত যুবক রবীনের বন্ধু মনীশের বিরুদ্ধ । গ্রেফতার অভিযুক্ত মনীশ যাদব ।

Youth Murder Case
উদ্ধার নিখোঁজ যুবকের দেহ

By

Published : Feb 17, 2022, 7:46 PM IST

দুর্গাপুর, 17 ফেব্রুয়ারি:খুনে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃত দেহ নিয়ে বিক্ষোভ অন্ডাল থানায় । বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা (Youth Murder Case)। পুলিশ অভিযুক্ত মনীশ যাদবকে গ্রেফতার করার পর বিক্ষোভ ওঠে । বুধবার সকালে মাধবপুর কোলিয়ারি ওসিপি সংলগ্ন এলাকা রবীন যাদব (23)-এর বাইক উদ্ধার হয়, ওই দিন রাতেই উদ্ধার হয় যুবকের দেহ । মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই যুবক ।

আরও পড়ুন:Double Murder in Diamond Harbour : প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাইক নিয়ে ঘর থেকে বেরিয়েছিল অন্ডালের রিয়েল কাজোড়া এলাকার বাসিন্দা রবীন যাদব (23) । তারপর থেকেই নিখোঁজ ছিল সে (Missing Youth Murder At Andal)। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় । এরপরেই বুধবার রাতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে পুলিশ । পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় রবীনের বন্ধু মনীশ যাদবের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত মনীষ যাদবকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrest Accused)।

আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (অন্ডাল) তাহিদ আনোয়ার জানান, মৃত দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে মৃত্যু কারণ কী ? অভিযুক্ত মনীশ যাদবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details