আসানসোল, 28 অক্টোবর:পোস্টারের পালটা পোস্টার ! তৃণমূল সাংসদের নামে 'নিরুদ্দেশ পোস্টার' পড়ার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়কের নামেও একই পোস্টার পড়ল ! ঘটনাস্থল, পশ্চিম বর্ধমানের আসানসোল (Asansol) ৷ উল্লেখ্য, ছটপুজোর (Chhath Puja 2022) আগে আসানসোলের সাংসদ 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) দেখা না-পেয়ে কুলটিতে তাঁর নামে নিরুদ্দেশ পোস্টার (Missing Poster) পড়েছিল ৷ শুক্রবার সকালে এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয় ৷ আর এর কয়েক ঘণ্টা পরই একই ধরনের পোস্টার দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে ৷
সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জোর কাজিয়া শুরু হয়েছে আসানসোলে ৷ বিজেপি-এর অভিযোগ, শত্রুঘ্ন সিনহা বহিরাগত ৷ এলাকার মানুষের ভোটে জেতার পরও তিনি নাকি এলাকায় থাকেন না ! এমনকী, ছটপুজোর আগেও আসানসোলের বিহারী অধ্যুষিত এলাকায় বিহারীবাবুর দেখা মেলেনি ৷ পালটা অগ্নিমিত্রার বিরুদ্ধেও একই অভিযোগ করছে তৃণমূল ৷ যদিও দুই পক্ষই দাবি করেছে, তারা কোনও পোস্টার দেয়নি ! কিন্তু, প্রতিপক্ষকে দোষারোপ করতেও ছাড়েনি কেউ ৷