পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra Paul: শত্রুঘ্নর পালটা অগ্নিমিত্রার নামে 'নিরুদ্দেশ পোস্টার' আসানসোলে - অগ্নিমিত্রা পাল

এবার আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে নিরুদ্দেশ পোস্টার (Missing Poster) পড়ল ! কী বলছেন এলাকার রাজনীতির কারবারিরা ?

Missing Poster for Agnimitra Paul in Asansol after Shatrughan Sinha
Agnimitra Paul: শত্রুঘ্নর পালটা অগ্নিমিত্রার নামে 'নিরুদ্দেশ পোস্টার' আসানসোলে

By

Published : Oct 28, 2022, 5:08 PM IST

আসানসোল, 28 অক্টোবর:পোস্টারের পালটা পোস্টার ! তৃণমূল সাংসদের নামে 'নিরুদ্দেশ পোস্টার' পড়ার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়কের নামেও একই পোস্টার পড়ল ! ঘটনাস্থল, পশ্চিম বর্ধমানের আসানসোল (Asansol) ৷ উল্লেখ্য, ছটপুজোর (Chhath Puja 2022) আগে আসানসোলের সাংসদ 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) দেখা না-পেয়ে কুলটিতে তাঁর নামে নিরুদ্দেশ পোস্টার (Missing Poster) পড়েছিল ৷ শুক্রবার সকালে এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয় ৷ আর এর কয়েক ঘণ্টা পরই একই ধরনের পোস্টার দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামে ৷

সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জোর কাজিয়া শুরু হয়েছে আসানসোলে ৷ বিজেপি-এর অভিযোগ, শত্রুঘ্ন সিনহা বহিরাগত ৷ এলাকার মানুষের ভোটে জেতার পরও তিনি নাকি এলাকায় থাকেন না ! এমনকী, ছটপুজোর আগেও আসানসোলের বিহারী অধ্যুষিত এলাকায় বিহারীবাবুর দেখা মেলেনি ৷ পালটা অগ্নিমিত্রার বিরুদ্ধেও একই অভিযোগ করছে তৃণমূল ৷ যদিও দুই পক্ষই দাবি করেছে, তারা কোনও পোস্টার দেয়নি ! কিন্তু, প্রতিপক্ষকে দোষারোপ করতেও ছাড়েনি কেউ ৷

আবার পোস্টার বিতর্ক ৷

আরও পড়ুন:ছটপুজোর আগে দেখা নেই 'বিহারীবাবু'র, পড়ল 'নিরুদ্দেশ' পোস্টার

এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি-এর আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় জানান, "অশিক্ষিত তৃণমূলের কাজ এটা ! তাদের সাংসদের নামে পোস্টার পড়েছে বলেই পালটা আমাদের বিধায়কের বিরুদ্ধে এভাবে পোস্টার দেওয়া হয়েছে ৷ শত্রুঘ্ন সিনহার নামে যে পোস্টার পড়েছিল, সেটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷ তৃণমূলের এক গোষ্ঠী ওই পোস্টার দিয়েছিল ৷ আর এবার আরও তৃণমূলীরা অগ্নিমিত্রার নামে পোস্টার দিলেন ৷ কিন্তু, ওঁরা জানেন না, মাননীয় বিধায়ক আসানসোলেরই মেয়ে ৷ দুর্গাপুজোর সময়েও তিনি তাঁর বিধানসভা এলাকার সমস্ত পুজোমণ্ডপে ঘুরেছেন ৷"

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা ভানু বসু বলেন, "অগ্নিমিত্রার নামে কে পোস্টার দিয়েছে, আমরা কীভাবে জানব ? ওঁদের তো রাজ্যজুড়ে দলাদলি ৷ কে, কার লোক, তাই নিয়ে কাজিয়া ৷" ভানুর স্পষ্ট ইঙ্গিত, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি-এরই কিছু লোক অগ্নিমিত্রার নামে এই পোস্টার সেঁটেছেন ৷ আর রাজনীতির এই আকচাআকচি জমিয়ে উপভোগ করছে আমজনতা ৷

ABOUT THE AUTHOR

...view details