পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Blockade in Pandabeswar: মা নির্দল প্রার্থী হওয়ার পরেই নাবালিকাকে অপহরণ ! সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ - পঞ্চায়েতের নির্দল প্রার্থী

মা নির্দল প্রার্থী হওয়ার পরেই নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ ৷ সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ বাউরি সমাজের ৷

protest in Pandabeswar
নির্দল প্রার্থী নাবালিকা মেয়েকে অপহরণ

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:09 PM IST

নাবালিকাকে অপহরণে সিবিআই তদন্তের দাবিতে পথ অবরোধ মায়ের

দুর্গাপুর, 1 অক্টোবর: পাণ্ডবেশ্বরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিল্পা বাদ্যকর নির্দল প্রার্থী হওয়ার পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তাঁর দশ বছরের নাবালিকা মেয়ে । এই ঘটনায় অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত মেয়েটির কোনও হদিশ পাওয়া যায়নি ৷ অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নাবালিকার মা । রবিবাসরীয় সকাল থেকেই পাণ্ডবেশ্বরের অত্যন্ত ব্যস্ততম হরিপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে শিল্পা বাদ্যকর সঙ্গে নিয়ে বাউরি সমাজ ।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ তুলে সোচ্চার হয়েছে মেয়েটির মা ৷ শিল্পা বাদ্যকর হুঁশিয়ারি দিয়ে বলেন,"বারবার আমরা পুলিশের কাছে গিয়েছি । কিন্তু পুলিশের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় । মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি । তৃণমূল কংগ্রেসের যে নেতার মদতে এই অপহরণের ঘটনা ঘটেছে তাকে কেন গ্রেফতার করা হয়নি? আমরা পুলিশের উপর আর আস্থা রাখতে পারছি না । তাই আমরা চাইছি উচ্চপর্যায়ের তদন্ত । সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক ।" পশ্চিম বর্ধমান জেলা বাউরি সমাজের সভাপতি সুমন্তর কথায়, "পুলিশের উপর আস্থা হারিয়েছে নাবালিকার পরিবার । নির্দল প্রার্থী হওয়ার কারণেই নাবালিকাকে অপহরণ বলে দাবি তার মায়ের । আমরা উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি ।"

এ দিন অবরোধ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার অফিসার ইনচার্জ রবীন্দ্রনাথ দলুই ৷ তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় নাবালিকার মাকে । পুলিশের পক্ষ থেকে বারবার নাবালিকার মাকে আশ্বস্ত করার চেষ্টা করা হয় ৷ পুলিশ বলে , তারা আইন মেনে যা করার তাই করছে । নাবালিকার খোঁজে সমস্ত রকমের তল্লাশি চালানো হচ্ছে । কিন্তু শিল্পা বাদ্যকর মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুলিশের কাছে । নাবালিকার মায়ের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার মদতেই এই অপহরণের ঘটনা ঘটেছে । যদিও তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন,"আমরাও পুলিশের কাছে দাবি জানাচ্ছি প্রকৃত তদন্ত করে নাবালিকাকে উদ্ধার করা হোক । এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই ।"

আরও পড়ুন:নির্দল প্রার্থী ও সমর্থকরা পুলিশি হয়রানির শিকার কাঁথিতে! রাজ্যপালের কাছে সাহায্যের আবেদন

2023 পঞ্চায়েত নির্বাচনে পাণ্ডবেশ্বর থানা এলাকার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন শিল্পা বাদ্যকর । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর 10 বছরের নাবালিকা মেয়ে । প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন কাজ হয়নি । দ্রুত মেয়েকে ফিরিয়ে দিতে হবে, এই দাবি তুলে নাবালিকার মায়ের সঙ্গে হরিপুরে আন্দোলনে নামে বাউরি সমাজ । আর এই পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে । উচ্চ পর্যায়ের তদন্ত করে নিখোঁজ মেয়েকে ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে বাউরি সমাজ ।

ABOUT THE AUTHOR

...view details