পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP নেতার বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি, চলল গুলি - andal

অন্ডালের শীতলপুরে BJP নেতার বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থান থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 15, 2019, 11:22 AM IST

Updated : Apr 15, 2019, 12:18 PM IST

অন্ডাল, 15 এপ্রিল : BJP নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর চালাল জনা 35 দুষ্কৃতী। চলল ব্যাপক বোমাবাজি। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে জানা গেছে। ঘটনাটি অন্ডালের শীতলপুর এলাকার। তবে হামলার সময়ে BJP নেতা উত্তম রাম বাড়িতে ছিলেন না।

গতকাল ভোর চারটে নাগাদ গাড়িতে চেপে উত্তম রামের বাড়িতে আসে জনা 35 দুষ্কতী। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। এরপর বাড়ির বাইরে চলে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থান থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে।

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য

অভিযোগ, গতকাল বাবুল সুপ্রিয়র সমর্থনে বেশকিছু দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তা নিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা হয় উত্তমের। এরপরই গতরাতে তাঁর বাড়িতে হামলা হয়।

BJP-র অভিযোগ, হামলার পেছনে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির হাত রয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান আসানসোলের BJP সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব বলে পালটা দাবি তাঁদের।

Last Updated : Apr 15, 2019, 12:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details