দুর্গাপুর, 8 এপ্রিল : দুর্গাপুরে ধর্মীয় অনুষ্ঠানের নামে চাঁদা আদায় করছে কিছু যুবক। সেই চাঁদা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে এক বাস ড্রাইভারকে।
ধর্মীয় অনুষ্ঠানের নামে চাঁদার জুলুম দুর্গাপুরে - miscreants
দুর্গাপুরে চলছে চাঁদার জুলুম। ধর্মীয় অনুষ্ঠানের নাম করে কিছু যুবক চাঁদা আদায় করছে। পুলিশ এর বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানিয়েছে।
প্রায় 15 দিন ধরে দুর্গাপুর থানা এলাকার মেইনগেট থেকে আমড়াই মোড় পর্যন্ত কোনও কোনও জায়গায় কিছু যুবক হনুমান জয়ন্তী, রামনবমী বা শীতলা পুজোর নাম করে রাস্তার গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে। কেউ চাঁদা দিতে না চাইলে জুটছে মার ও গালিগালাজ। আজ সকালে আদায়কারীদের দেখা গেল যাত্রীবাহী একটি বাসকে রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা তুলতে। বাসের চালক চাঁদা দিতে রাজি না হলে অশ্রাব্য গালিগালাজের সঙ্গে তাকে মারতে যায় চাঁদা আদায়কারীরা। এই রাস্তা দিয়ে দুর্গাপুর থানার পুলিশের গাড়ি সবসময় যাতায়াত করলেও পুলিশ এই ঘটনায় নির্বিকার বলে অভিযোগ। চাঁদা দেওয়ার ভয়েই গাড়িগুলি মাঝেমধ্যেই বেপরোয়া ভাবে চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এই এলাকার বাসিন্দাদের।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, "আমরা অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর আগে অভিযোগ আমরা পাইনি। আজ থেকে আমরা অভিযান চালাবো।"