কুলটি, ২৭ ফেব্রুয়ারি : নার্সিংহোমে ঢুকে দুই দুষ্কৃতী গয়না ও মোবাইল ছিনতাই করে পালাল। কুলটির নিয়ামতপুরের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগ্নেয়াস্ত্র নিয়ে নার্সিংহোমে দুষ্কৃতীরা, কানের দুল ও মোবাইল ছিনতাই - asansol
নার্সিংহোমে ঢুকে দুই দুষ্কৃতী গয়না ও মোবাইল ছিনতাই করে পালাল। কুলটির নিয়ামতপুরের ঘটনা। সোমবার রাতে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই নার্সিংহোমে ঢুকে পড়ে।
কুলটি থানার নিয়ামতপুর ডেইডি এলাকায় চিত্তরঞ্জন রোডে নার্সিংহোমটি। সোমবার রাতে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওই নার্সিংহোমে ঢুকে পড়ে। রিসেপশনের কাছে দীপালি মাজি নামে এক কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুষ্কৃতীরা অন্য কোনও উদ্দেশ্যে এসেছিল কি না, তা এখনও স্পষ্ট হয়নি।
গতকাল কুলটি থানায় অভিযোগ দায়ের করেন নার্সিংহোমের মালিক ডাক্তার এস এন আগরওয়াল। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থানে যান আসানসোল দুর্গাপুর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (পশ্চিম) অনমিত্র দাস। নার্সিংহোমে কোনও CCTV ক্যামেরা ছিল না। নার্সিংহোমের মালিক বলেন, " CCTV লাগানো উচিত ছিল। এবার লাগিয়ে নেওয়া হবে।"