দুর্গাপুর, 30 মে:সোমবারব্যাপক কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয় কাঁকসায় ৷ তার জেরে বিদ্যুৎ বিপর্যয় ঘটে ৷ বিদ্যুৎ না-থাকায় সোমবার রাতে সাব স্টেশনে হামলা চালায় দুষ্কৃতীরা । ব্যাপক ভাঙচুর করে তারা সাব স্টেশনে ৷ এমনকী বাদ যায় না বিদ্যুৎ দফতরের একাধিক গাড়ি ৷ সেগুলির কাঁচ ভেঙে দেওয়া হয় ৷ ব্যাপক মারধর করা হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের । এরপরেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে নামে সাব স্টেশনের কর্মীরা ।
জানা গিয়েছে, ঝড় বৃষ্টির জেরে সোমবার রাতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বহু এলাকার সঙ্গে সঙ্গে কাঁকসা ব্লকের বিভিন্ন গ্রামে । বিদ্যুৎ না-থাকার অভিযোগ তুলে কাঁকসার রঘুনাথপুরে একদল দুষ্কৃতী গতকাল রাত 11টা 10 মিনিট নাগাদ গাড়িতে করে এসে সাব স্টেশনের পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তারপর বাঁশ, লাঠি, ইঁট, পাথর দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় সাব স্টেশনে । সাব স্টেশনের ভেতরে ঢুকে বিদ্যুৎ কর্মীদেরও বেধড়ক মারধর করা হয় ৷ ভাঙচুর করা হয় বিদ্যুৎ দফতরের বেশ কয়েকটি গাড়িতেও । মঙ্গলবার ভোর থেকে বিদ্যুৎ পরিষেবার কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয় বিদ্যুৎ দফতরের কর্মীরা । কাঁকসা থানার পুলিশকে এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানানো হয় । দ্রুত ব্যবস্থা না-নেওয়া হলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রাখার হুঁশিয়ারি বিদ্যুৎ কর্মীদের। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় বিদ্যুৎ কর্মীরা ।