জামুড়িয়া, 17 অক্টোবর: রানিগঞ্জের পর এবার জামুড়িয়া । পুজোর আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জামুড়িয়ার শিবপুর খোলা মুখ খনিতে । ওভারবার্ডেন পাথরে চাপা পড়ে মৃত্যু হল 14 বছর বয়সি এক কিশোরের । মৃত কিশোর স্কুল ছাত্র ছিল বলে জানা গিয়েছে । স্থানীয়দের দাবি, মঙ্গলবার কয়লা কুড়াতে এসেছিল ওই কিশোর । তখনই ওভারবার্ডেন পাথর তার গায়ে চাপা পড়ে যায় । তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূলের স্থানীয় নেতা সুব্রত অধিকারী বলেন, "ওই কিশোর খনি এলাকায় কোনও কারণে গিয়েছিল ৷ স্তুপাকৃতি পাথর থেকে কোনও পাথর ওর গায়ে পড়ে যায় ৷ এর জেরে সেখানে তার মৃত্যু হয়েছে । গোটা ঘটনায় ইসিএলের গাফিলতি দায়ী ।" যদিও ওই কিশোরের কয়লা কুড়োনোর কথা স্বীকার করেননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তিনি নিজে ঘটনাস্থলে এসে জানান, ইসিএলের ঠিকা সংস্থাগুলি নাবালক অপ্রাপ্তবয়স্ক কিশোরদের দিয়ে এই ভাবেই কাজ করায় । তারা দুর্ঘটনায় মারা গেলে তাদেরকে কয়লা চোর আখ্যা দেওয়া হয় । ঘটনার সম্পূর্ণ তদন্ত করলেই আসল তথ্য বেরিয়ে আসবে ।