কাঁকসা, 4 মার্চ : পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিরুডিহা থেকে 29,490টি নতুন শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নাম পরিবর্তন করে শিশু আলয় রাখা হয়েছে । গতকাল মোবাইলের GPS-এর মাধ্যমে কেন্দ্রগুলির উদ্বোধন করেন তিনি। ফলে এবার থেকে মোবাইলের GPS-এর মাধ্যমেই পরিচালিত হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি । অত্যাধুনিক পদ্বতিতে কেন্দ্রগুলির উপর সরকারি নজর রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শশী পাঁজা ।
অঙ্গনওয়াড়ির কাজ হবে অ্যাপের মাধ্যমেই, উদ্বোধন শশী পাঁজার - শশি পাঁজার অ্যাপ উদ্বোধন
29,490টি নতুন শিশু আলয় কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । এই নিয়ে রাজ্যের মোট ৫৩, ৮৯৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলয়ে পরিণত হল ।
গতকাল এই অ্যাপের উদ্বোধন করে শশী পাঁজা বলেন, "এই মোবাইল আ্যপের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সার্বিক ছবি দেখে ব্যাবস্থা দ্রুত নেওয়া যাবে।" মঞ্চে বিরুডিহা শিশু আলয় কেন্দ্রের শিশুদের কিট্সও দেওয়া হয় । তিনি আরও বলেন, পড়ুয়ারা এই শিশু আলয়ে আসলে তারা মানসিকভাবে বিকশিত হবে । সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হল ।
এই নিয়ে রাজ্যের মোট ৫৩, ৮৯৪ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু আলয়ে পরিণত হল । শৈশবের প্রথম ছয় বছরে সার্বিক শিক্ষার দিক থেকে শিশুদের মস্তিষ্কের বিকাশ অত্যন্ত দ্রুত গতিতে হয়। তাই শিশু মনের বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামোর প্রয়োজন । চাপিয়ে দেওয়া শিক্ষা নয়, সহজ সরল ও আনন্দময় পরিবেশে সুসংহত শিশু বিকাশের জন্য এই উদ্যোগ ।