দুর্গাপুর, 7 জুলাই : দেড় মাসের বেশি সময় ধরে রাজ্যে জারি ছিল কড়া বিধিনিষেধ । তারপর আবার পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে দেশে । অবাধে টোটো-অটো অপরিকল্পিতভাবে রাস্তায় নেমে পড়ার কারণে কোণঠাসা হয়ে পড়েছে মিনিবাস পরিষেবা । মিনিবাস মালিক সংগঠনগুলির সঙ্গে বাসভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রীর বৈঠকও হয় । সরকারিভাবে ভাড়া বাড়ানো যাবে না বলেও জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । এবার ভাড়া না বাড়িয়ে অনুদান নেওয়া শুরু করল দুর্গাপুরের মিনিবাস মালিক সংগঠনগুলি।
মিনিবাস মালিক সংগঠনগুলির দাবি বেসরকারি ভলভো বাস, ওলা-উবর এমনকি সরকারি বাসের ভাড়াও বেড়েছে । তাহলে মিনিবাসের ন্যূনতম ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সমস্যা কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে বাস চালানো শুরু হয়েছে । মিনিবাস মালিকদের দাবি ক্ষতি স্বীকার করে তাদের পক্ষে বাস চালানো সম্ভবপর হবে না । তাই বুধবার থেকে দুর্গাপুর মহকুমার সমস্ত রুটের মোট 200টি মিনিবাসের মধ্যে 60 টি মিনিবাস চালু করা হল । ভাড়া নয় অনুদান হিসাবে 5 টাকা অতিরিক্ত নেওয়া শুরু হয়েছে । আগে মিনিবাসে উঠলে ভাড়া দিতে হত 10 টাকা । আজ যাত্রীদের কাছ থেকে ন্যূনতম 15 টাকা ভাড়া নেওয়া হচ্ছে । এরপরে প্রতি 4 কিলোমিটার অন্তর 1 টাকা করে বাড়বে বাসের ভাড়া ।