সালানপুর, 16 জুন: মনোনয়ন জমা দেওয়ার দিনে সালানপুরে গোলাপ ফুল এবং ঠান্ডা জলের বোতল দিয়ে বিরোধী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল শাসক দল । কিন্তু সৌজন্যের সেই বাতাবরণ আর শেষ পর্যন্ত থাকল না । সালানপুরের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হল । গতকাল রাতে ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । চলে অশ্রাব্য গালিগালাজ । শুক্রবার সালানপুর থানায় প্রার্থীকে নিয়ে যান বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ।
সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পিঠাইকেয়ারি বুথের সিপিআইএম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায় । মধ্যবয়স্ক এই নেতার সঙ্গে তাঁর এক দিদি থাকেন । অশোক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর বাড়ির বাইরে আসে । এরপর অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করা হয় । শুধু তাই নয়, তারপর ইট-পাটকেল ছোড়া হয় তাঁর বাড়িতে । ইটের ঘায়ে অশোক বন্দ্য়োপাধ্যায়ের বাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙে পড়ে । এমনকী দরজাটিও ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে । বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা চলে যায় বলে অভিযোগ ।
সিপিআইএম প্রার্থীর দাবি, এই ঘটনায় যাঁরা জড়িত তাঁরা তৃণমূল ছাড়া অন্য কেউ নন । ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়েছেন তিনি । পাশাপাশি দলের উচ্চ নেতৃত্বকেও তিনি বিষয়টি জানান । ঘটনার কথা জানতে পেরেই অশোক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সালানপুর থানায় যান বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ।