জামুড়িয়া, 6 জুলাই: রাজ্য পঞ্চায়েত নির্বাচন কথা মাথায় রেখে গ্রাম দখলের লড়াইয়ে রাজ্যের শাসক থেকে বিরোধী দলের নেতৃত্ব। নির্বাচনী প্রচারে কোনওরকম খামতি রাখতে চাইছে না বাম শিবির। সেইমতো বৃহস্পতিবার প্রচারের শেষবেলায় জামুড়িয়া ব্লকের চুরুলিয়া গ্রামে নির্বাচনী প্রচার মিছিলে যোগ দিলেন বামেদের দুই যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও ঐশী ঘোষ। ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী গ্রামবাসীদের কাছে আবেদন করেন, ভোটের দিন রুখে দিন, বুথ পাহারা দিন, গ্রাম পাহারা দিন। পাশাপাশি ঐশীর আবেদন লাল ঝান্ডার পাশে থাকুন।
চিরকালই বাম দূর্গ বলে পরিচিত জামুড়িয়া। এমনকী রাজ্যে পরিবর্তনের পরেও জামুড়িয়ার বিধানসভার আসনটি নিজেদের দখলে রাখতে পেরেছিল বামেরা। যদিও গত পঞ্চায়েত এবং বিধানসভা ভোটে বাম শিবিরে ধস নামে। গত বিধানসভা ভোটে এই প্রজন্মের নেত্রী ঐশী ঘোষকে প্রার্থী করেও বামেরা জামুড়িয়ার আসনটি ধরে রাখতে পারেনি। সেই ঐশী ঘোষকেই এবার নিয়ে আসা হল পঞ্চায়েত ভোটের শেষবেলার প্রচারে। সঙ্গে ছিলেন বাম যুব সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।