জামুড়িয়া,12 মে : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার একটি কারখানায় কাজ করতেন । লকডাউনে বন্ধ হয়ে যায় সব । বেতনও বন্ধ । কিছুদিন কারখানার পক্ষ থেকে খাওয়া দাওয়া মিললেও পরে তাও আর জোটেনি । কারখানায় থাকা সম্ভব নয়, ফলে বাড়ি ভাড়াও গুনতে হচ্ছিল । বাড়ি ফিরতে চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন জামুড়িয়ায় আটকে পড়া ঝাড়খণ্ডের শ্রমিকরা । অভিযোগ, তাতে কোনও লাভ হয়নি । শেষে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা । প্রায় 300 কিলোমিটার পথ হেঁটে পৌঁছানোর উদ্দেশে আজ জামুড়িয়া থেকে রওনা দেন 150 জন শ্রমিক ।
বেশ কয়েকমাস ধরেই কাজ করছিলেন জামুড়িয়ার একটি কারখানায় । ক'দিন কাজ ঠিকমতোই চলছিল । লকডাউন ঘোষণা হলে কাজ বন্ধ হয়ে যায় । দেশের অধিকাংশ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকের মতো বাড়ি ফিরতে চান তাঁরাও । কিন্তু কীভাবে ? জামুড়িয়া থেকে ঝাড়খণ্ডের় দূরত্বটা তো কম নয় । সেই ভেবে ক'দিন অপেক্ষাও করে যান । ঠিক হয় প্রথমদফা লকডাউন শেষে বাড়ি ফিরবেন তাঁরা । কিন্তু ফের লকডাউনের সময়সীমা বাড়ায় চাপে পড়ে যান । একদিকে ফুরাতে থাকে টাকা, অন্যদিকে বাড়ি ভাড়া আর খাবারের চাপ । সব ভেবে টাকা ফুরানোর আগেই তাই হেঁটে রওনা দিলেন ঝাড়খণ্ডের 150 জন শ্রমিক ।