আসানসোল, 8মে : তিনদিন প্রায় অভুক্ত । আশা ছিল বাড়ি ফিরবেন । কিন্তু পশ্চিমবঙ্গে আটকে পড়া ঝাড়খণ্ডের শ্রমিকরা ফিরতে পারলেন না । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টেই আটকে থাকলেন প্রায় কয়েকশো শ্রমিক । কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুমোদন মিললেও , অনুমতি দেয়নি ঝাড়খণ্ড ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকরা বাসে রাজ্যে ফিরছেন । তখন ঝাড়খণ্ড সীমান্তে আটকে কয়েকশো শ্রমিক । পাশপাশি দুই রাস্তায় ভিন্ন ছবি ।
আজ বেলা বাড়তেই বাংলা-ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট উত্তাল হয় । একদিকে বাংলা সীমান্তে লাইন দিয়ে সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে । শ্রমিকদের ফেরানো হচ্ছে । তখন ঝাড়খণ্ড সীমান্তে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা ।