পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভুক্ত 3দিন, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তেই আটকে রইলেন কয়েকশো পরিযায়ী শ্রমিক - আটকে রইলেন কয়েকশো পরিযায়ী শ্রমিক

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকরা বাসে রাজ্যে ফিরছেন । তখন ঝাড়খণ্ড সীমান্তে আটকে কয়েকশো শ্রমিক । পাশাপাশি দুই রাস্তায় ভিন্ন ছবি ।

jharkhand
jharkhand

By

Published : May 8, 2020, 2:24 PM IST

আসানসোল, 8মে : তিনদিন প্রায় অভুক্ত । আশা ছিল বাড়ি ফিরবেন । কিন্তু পশ্চিমবঙ্গে আটকে পড়া ঝাড়খণ্ডের শ্রমিকরা ফিরতে পারলেন না । বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্টেই আটকে থাকলেন প্রায় কয়েকশো শ্রমিক । কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুমোদন মিললেও , অনুমতি দেয়নি ঝাড়খণ্ড ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকরা বাসে রাজ্যে ফিরছেন । তখন ঝাড়খণ্ড সীমান্তে আটকে কয়েকশো শ্রমিক । পাশপাশি দুই রাস্তায় ভিন্ন ছবি ।

আজ বেলা বাড়তেই বাংলা-ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট উত্তাল হয় । একদিকে বাংলা সীমান্তে লাইন দিয়ে সরকারি বাস দাঁড়িয়ে রয়েছে । শ্রমিকদের ফেরানো হচ্ছে । তখন ঝাড়খণ্ড সীমান্তে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা ।

কয়েকশো শ্রমিক আটকে রয়েছেন । যারা তিন দিন ধরে প্রায় অভুক্ত। বাংলার শ্রমিকরা বাড়ি ফিরছে দেখে বিক্ষোভ শুরু করেছেন ঝাড়খণ্ডের শ্রমিকরাও । কিন্তু ফেরার অনুমতি পাচ্ছেন না ।

শ্রমিকদের মধ্যে মহিলা এবং শিশুও আছে । অনেকের কাছেই রয়েছে সাইকেল । শ্রমিকরা জানিয়েছে অনুমতি না পেলে, তাঁরা জাতীয় সড়ক অবরোধের পথে হাঁটবেন । ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে এই রাজ্যের কুলটি থানার পুলিশও শ্রমিকদের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন ।

পুলিশ আশ্বাস দিয়েছে, সরকারি নিয়ম মেনে আজকের মধ্যেই ঝাড়খণ্ডের শ্রমিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে ।

ABOUT THE AUTHOR

...view details