পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাবার না পাওয়ার অভিযোগ, শ্রমিকের মৃত্যু রঘুনাথপুরে

লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি । আর না খেতে পেয়ে রঘুনাথপুরে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠল ।

migrant labour died in durgapur, west burdwan
লকডাউনের মাঝেই রঘুনাথপুরে একটি বেসরকারি কারখানায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

By

Published : Apr 24, 2020, 5:10 PM IST

দুর্গাপুর, 24 এপ্রিল : দুর্গাপুরের রঘুনাথপুরে বেসরকারি কারখানার এক শ্রমিকের মৃত্যু হল ৷ নাম সঞ্জয় সিং( 42 ) ৷ এরপরই বিক্ষোভ দেখান অন্য শ্রমিকরা । অভিযোগ, কয়েকদিন ধরেই অভুক্ত তাঁরা । আর খেতে না পেয়েই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ৷ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সঞ্জয় সিং বিহারের শিওয়ান থানা এলাকার বাসিন্দা ৷ আজ থেকে প্রায় 9 মাস আগে দুর্গাপুর থানা এলাকার রঘুনাথপুরে আসেন তিনি ৷ সেখানে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দেন ৷ ওই কারখানার প্রায় 70 জন শ্রমিক লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি । তাঁরা কারখানার ভেতরেই থাকতেন । প্রথম দিকে ঠিকঠাক চলছিল । কিন্তু, যত দিন এগোতে থাকে তত সমস্যা শুরু হয় ৷ অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বলে দেওয়ার পর 20 তারিখ পর্যন্ত স্থানীয় একটি দোকান থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেতেন তাঁরা । কিন্তু তারপর থেকে খাদ্য সংকট দেখা দিতে শুরু করে ৷ এরপর কয়েকদিন অভুক্ত থাকার পর আজ ভোর 5টা নাগাদ সঞ্জয় সিং অসুস্থ হয়ে পড়েন । অন্য শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে ফোন করে অ্যাম্বুলেন্সের জন্য । কিন্তু শ্রমিকদের অভিযোগ, অ্যাম্বুলেন্স দেরিতে আসে এবং তার জেরেই সঞ্জয়ের মৃত্যু হয় ।

এরপরই তাঁর সহকর্মীরা বন্ধ কারখানার ভেতরে বিক্ষোভ দেখান ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । সঞ্জয় সিং-এর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । তবে মৃতদেহ পাঠানোর আগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান কারখানার অন্য শ্রমিকরা । মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে । ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ । যদিও পুলিশ সূত্রে খবর, কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে ৷ তবে খাবার না দেওয়ার কথা অস্বীকার করেছে তারা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details