দুর্গাপুর, 13 এপ্রিল: চৈত্রের প্রখর তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ । বৃহস্পতিবার বেলা 11টার পর থেকেই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেরিয়েছে শিল্পনগরী দুর্গাপুরে । আর এই প্রখর রৌদ্রতেজে বহু জায়গায় দেখা দিয়েছে জলের অভাব । জলের অভাবে দু'দিন ধরে বন্ধ মিড-ডে মিল ৷ স্কুলের ছাত্র-ছাত্রীদের খাবার জলটুকুও নেই । ক্ষোভের মুখে দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয় ।
ছয় মাসে 100 কোটিরও বেশি মিড-ডে মিলে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার । পড়ুয়াদের পর্যাপ্ত খাবার না-দেওয়ারও অভিযোগ করেছেন তিনি । তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সংকট । যার জেরে দু'দিন ধরে অভুক্ত থেকে গেল প্রায় 192 জন পড়ুয়া ৷
বিদ্যালয়ে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জল সরবরাহের পাইপ লাইন । কিন্তু গ্রীষ্মের দাবদহে শুরু হয় জলের সংকট । বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি টিউবওয়েলের । কিন্তু গ্রীষ্মের পর গ্রীষ্ম পেরিয়ে গেলেও তা তৈরি করা হয়নি । একদিকে যেমন সমস্যার মুখে পড়তে হয় পড়ুয়াদের তেমনই অবস্থা 6 জন শিক্ষক শিক্ষিকার । স্থানীয়দের বাড়ি থেকে পানীয় জল এনে রান্না হয় মিড-ডে মিল ।