আসানসোল, 8 এপ্রিল : আজ লকডাউনের 11 দিন ৷ তবু, মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে ৷ কোনও কারণ ছাড়়াই রাস্তায় বের হচ্ছেন মানুষজন ৷ কোথাও কোনওভাবে জমায়েত না করার স্পষ্ট নির্দেশিকা দিয়েছে সরকার ৷ সামনেই শব-এ-বারাত ৷ এই উৎসবে মসজিদ, কবরস্থানে ধর্মীয় রীতিতে যোগ দেন এই ধর্মের মানুষজন ৷ কিন্তু, বর্তমান পরিস্থিতিতে বাড়ি বসেই ধর্মীয় আচার-রীতি পালন করার অনুরোধ করলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ মির হাসিম ও ডিসেরগড় মসজিদের ইমাম আতিকুর রহমান ৷
শব-এ-বারাত-এ ঘরে বসে নমাজ-ইবাদত, আর্জি মেয়র পারিষদ ও ইমামের - Asansole
এবারের শব-এ-বারাত-এ বাইরে বের হতে না করলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ ও ডিসেরগড় মসজিদের ইমাম ৷ সাধারণের কাছে তাঁদের আবেদন, এবার বাড়িতে বসেই নমাজ, ইবাদত করুন ৷ মসজিদ বা কবরস্থানে জমায়েত করবেন না ৷
শব-এ-বারাত উপলক্ষে আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসে আজ একটি বিশেষ বৈঠক করলেন মেয়র পারিষদ ৷ বৈঠকে উপস্থিত ছিলেন ডিসেরগড় শেরবাবা মসজিদের ইমাম আতিকুর রহমান-সহ অন্যান্যরা ৷ বৈঠক শেষে আসানসোল ও কুলটিবাসীর কাছে আর্জি জানান সবেবরাতে বাড়ি বসেই নমাজ, ইবাদত-সহ অন্যান্য ধর্মীয় আচার বা রীতি করতে ৷ মসজিদ বা কবরস্থানে যাওয়ার প্রয়োজন নেই ৷
মির হাসিম বলেন, "মুখ্যমন্ত্রী যেভাবে কোরোনা রুখতে লড়াই করছেন, আমাদেরও সেভাবে সহযোগিতা করা উচিত ৷ কোনওভাবেই জমায়েত করে মসজিদ বা কবরস্থানে যাওয়ার প্রয়োজন নেই শব-এ-বারাত-এ ৷ বাড়িতে বসেই নমাজ, ইবাদত করুন ৷"