আসানসোল, 13 ফেব্রুয়ারি : দীর্ঘক্ষণ চেষ্টার পর যুবকের খাদ্যনালি থেকে উদ্ধার হল ওয়াশার । আসানসোল জেলা হাসপাতালে ENT চিকিৎসক বীরেশ্বর মণ্ডলের তত্ত্বাবধানে ওয়াশারটি উদ্ধার হয় । আপাতত ভালো আছেন রোহিত মণ্ডল । পেশায় ইলেক্ট্রিশিয়ন রোহিতের কাজের সময় অসতর্কতার জন্য ওয়াশার মুখের ভিতর চলে গিয়েছিল ।
যুবকের খাদ্যনালি থেকে বেরোল ধাতব ওয়াশার - asansol daily news update
এক যুবকের খাদ্যনালিতে আটকে গিয়েছিল ওয়াশার ৷ আসানসোল জেলা হাসপাতালে ENT চিকিৎসক বীরেশ্বর মণ্ডলের তত্ত্বাবধানে ওয়াশারটি উদ্ধার হয় ৷
গতকাল মুখে ওয়াশার ও পেরেক নিয়ে কাজ করছিলেন রোহিত । কিন্তু অসাবধানতাবশত একটি ওয়াশার গিলে ফেলেছিলেন তিনি । এরপর তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয় । ENT বিভাগে চিকিৎসক বীরেশ্বর মণ্ডলের তত্ত্বাবধানে ভরতি হন তিনি । এরপর এক্স-রে করা হয় । কিন্তু ওয়াশারটি শ্বাসনালি না খাদ্যনালিতে আটকে আছে তা স্পষ্ট হচ্ছিল না । বারবার এক্স-রে করার পর জানা যায় ওয়াশারটি খাদ্যনালিতে আটকে রয়েছে । এরপর ওয়াশারটি খাদ্যনালি থেকে বের করা হয় ।
চিকিৎসক বীরেশ্বর মণ্ডল জানিয়েছেন, যেখানে একটি বস্তুকে ফরসেপ দিয়ে 2 মিনিটে ধরা যায়, এক্ষেত্রে বস্তুটিকে ধরতেই আধঘন্টা সময় লেগে গিয়েছিল । জটিলভাবে সেটি খাদ্যনালিতে আটকে গিয়েছিল । শেষপর্যন্ত দীর্ঘক্ষণের চেষ্টায় গতকাল রাত ওয়াশারটি বের করা গেছে । বর্তমানে রোগী সুস্থ আছেন । আজ চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা করেন । পাশাপাশি রোহিত মণ্ডল এমন চিকিৎসা পরিষেবার জন্য আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ।