পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Overload : পুলিশে ভরসা না করে ‘ওভারলোড’ ঠেকাতে অভিযান ট্রাকমালিক সংগঠনের - কাঁকসা

পুলিশে ভরসা না করে ‘ওভারলোড’ ঠেকাতে অভিযান ট্রাকমালিক সংগঠনের ! পশ্চিম বর্ধমানের পানাগড়ের ঘটনা ৷ রাতে রাস্তায় নেমে ওভারলোডেড ট্রাক আটকাচ্ছেন পানাগড় ট্রাক ওনার্স আ্যসোসিয়েশনের সদস্যরা ৷ ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷

members of truck owners association blocking overloaded vehicles
Overload : পুলিশে ভরসা না করে ‘ওভারলোড’ ঠেকাতে অভিযান ট্রাকমালিক সংগঠনের !

By

Published : Aug 6, 2021, 7:03 PM IST

দুর্গাপুর, 6 অগস্ট : পুলিশ প্রশাসন বা এমভিআই (Motor Vehicle Incident) দফতরের উপর আর নির্ভর না করে ওভারলোডের পণ্যবাহী গাড়ি ধরপাকড়ের কাজে নেমে পড়ল পশ্চিম বর্ধমানের পানাগড় ট্রাক ওনার্স আ্যসোসিয়েশন ৷ মঙ্গলবার রাত থেকেই এই অভিযান শুরু করেন সংগঠনের সদস্যরা ৷ এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় ৷ বিজেপির অভিযোগ, পুলিশ প্রশাসন যে ঠিক মতো কাজ করছে না, এই ঘটনাই তার প্রমাণ ৷ এদিকে, যাঁরা ওভারলোডেড ট্রাক ধরছেন, তাঁরা আবার শাসকদল তৃণমূল কংগ্রেসেরই কর্মী ৷ ফলে এ নিয়ে রাজনীতির পারদও চড়ছে ৷ দলের ব্লক নেতৃত্বের দাবি, এর সঙ্গে তৃণমূলের আনুষ্ঠানিকভাবে কোনও সম্পর্ক নেই ৷ যাঁরা এই কাজ করছেন, তাঁরা নিজেদের দায়িত্ব নিয়েই করছেন ৷

আরও পড়ুন :পণ্য পরিবহণে রাজ্যে বাড়ল সেফ অ্যাক্সেল লোড, খুশি ট্রাকমালিকরা

ট্রাক মালিক সংগঠনের নেতা তথা তৃণমূলের সক্রিয় কর্মী হিরণ্ময় বন্দ্য়োপাধ্য়ায় এই প্রসঙ্গে জানান, রাজ্য সরকার ওভারলোড বন্ধ করতে বলেছে ৷ কিন্তু বেশ কিছু গাড়ির মালিক সরকারি নির্দেশ উপেক্ষা করেই রাতের বেলায় ওভারলোডেড ট্রাক চালাচ্ছেন ৷ সেই কারণেই তাঁরা অভিযানে নেমেছেন ৷ কারণ, কিছু অসাধু ব্য়বসায়ীর এই আচরণে বাকিদের ব্যবসা মার খাচ্ছে ৷ তাহলে কি পুলিশের চোখের সামনে দিয়েই এই অনিয়ম চলছে ? পুলিশ প্রশাসন তাদের কাজ ঠিক মতো করছে না ? এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন হিরণ্ময় ৷

আরও পড়ুন :একাধিক দাবিতে আজ পথে ট্রাক মালিকরা

এই বিষয়ে কাঁকসার তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সি জানিয়েছেন, দল কাউকে ওভারলোডেড গাড়ি ধরার নির্দেশ বা অনুমতি কিছুই দেয়নি ৷ কারণ, এটা পুলিশের কাজ ৷ প্রশাসনের কাজ ৷ কোনও দল বা সংগঠনের নয় ৷ যাঁরা এমন করছেন, তাঁরা নিজ দায়িত্বেই এই সব করছেন ৷ এই প্রসঙ্গে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি জানি না ওঁরা ঠিক কী করছেন ? যদি ট্রাকচালকদের সচেতন করার কাজ করেন, তাহলে ঠিক আছে ৷ কিন্তু ওঁরা কখনই কোনও গাড়িকে আটকাতে পারেন না ৷ আমি খোঁজ নিয়ে দেখছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details