পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুলটিতে BJP-তে যোগ তৃণমূল নেতা সহ 50টি পরিবারের - জেলা সভাপতি লক্ষ্মণ ঘোরুই

BJP-তে যোগ দিল তৃণমূল নেতা সহ প্রায় 50টি পরিবার । তাদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷

About 50 families including tmc leaders have joined the BJP
কুলটিতে তৃণমূল নেতাসহ ৫০ টি পরিবারের BJP তে যোগদান

By

Published : Aug 16, 2020, 8:14 PM IST

আসানসোল, 16 অগাস্ট : BJP-তে যোগ দিলেন তৃণমূল নেতা সহ প্রায় 50টি পরিবারের সদস্যরা । আজ আসানসোলের কুলটির রানিতলা এলাকায় BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷

গত লোকসভা নির্বাচনের পর থেকেই আসানসোল মহকুমায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন অনেকে । আর আজ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল কুলটির রানিতলা এলাকায় । সেখানে ছিলেন BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই । এছাড়া ছিলেন দলের কুলটি মণ্ডলের সভাপতি অমিত গড়াই থেকে শুরু করে অন্যরা । আজকের এই কর্মসূচিতে তৃণমূল নেতা তপন রায় দল ছেড়ে BJP-তে যোগ দেন । শুধু তাই নয়, তপনবাবুর হাত ধরে আরও 50টি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় ।

এবিষয়ে লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "শুধু কুলটি নয়, গোটা বাংলায় তৃণমূল ও অন্য রাজনৈতিক দল থেকে প্রতিদিন প্রচুর মানুষ BJP-তে যোগ দিচ্ছে । 2021-এ পুরো বাংলা থেকেই তৃণমূল সাফ হয়ে যাবে । " তপন রায় বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ শ্রেণিকে তোল্লাই দিচ্ছেন । আর তাই আমরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলাম ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details